বাংলা নিউজ > ময়দান > MI vs UPW WPL 2023 Eliminator: ইসির হ্যাটট্রিক, ইউপিকে উড়িয়ে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে মুম্বই
উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ান্স। ছবি- পিটিআই।

MI vs UPW WPL 2023 Eliminator: ইসির হ্যাটট্রিক, ইউপিকে উড়িয়ে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে মুম্বই

Mumbai Indians vs UP Warriorz Live Score: মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ন্যাট সিভার ব্রান্ট। উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন ইসি ওং।

৮ ম্যাচের মধ্যে ৬টি জিতেও লিগ চ্যাম্পিয়ন হওয়া হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। নেট রান-রেটে মুম্বইকে টেক্কা দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে দিল্লি ক্যাপিটালস এবং সেই সুবাদে তারা সরাসরি ডব্লিউপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বেশিরভাগ সময় লিগ টেবিলে দাপট দেখিয়েও মুম্বইকে এলিমিনেটরের ঝক্কি সামলাতে হয়। উইমেন্স প্রিমিয়র লিগের এলিমিনেটরে হরমনপ্রীত কৌরদের প্রতিপক্ষ ছিল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়র্জ। শেষমেশ ওয়ারিয়র্জকে টেক্কা দিয়ে ফাইনালের টিকিট হাতে পান হরমনপ্রীত কৌররা।  

24 Mar 2023, 11:36:57 PM IST

ম্যাচের সেরা ন্যাট সিভার

প্রথমে ব্যাট হাতে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ন্যাট সিভার ব্রান্ট। পরে বল হাতে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অল-রাউন্ডার।

24 Mar 2023, 10:49:24 PM IST

বিরাট জয়ে ফাইনালে মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্সের ৪ উইকেটে ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ ১৭.৪ ওভারে ১১০ রানে অল-আউট হয়ে যায়। ৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে মুম্বই ইন্ডিয়ান্স। খেতাবি লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবেন হরমনপ্রীতরা।

24 Mar 2023, 10:46:56 PM IST

রাজেশ্বরীকে ফেরালেন সাইকা

১৭.৪ ওভারে সাইকা ইশাকের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাজেশ্বরী গায়কোয়াড়। ৯ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। সাইকা ২.৪ ওভারে ১টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

24 Mar 2023, 10:37:49 PM IST

অঞ্জলিকে ফেরালেন কলিতা

১৬.১ ওভারে জিন্তিমনি কলিতার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অঞ্জলি সর্বানি। ১১ বলে ৫ রান করেন তিনি। ইউপি ওয়ারিয়র্জ ১০৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পার্শ্ববী চোপড়া।

24 Mar 2023, 10:34:10 PM IST

১০০ টপকাল ইউপি

১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ইউপি ওয়ারিয়র্জ। তাদের সংগ্রহ ৮ উইকেটে ১০৪ রান। জিততে ৪ ওভারে ৭৯ রান দরকার ওয়ারিয়র্জের।

24 Mar 2023, 10:28:52 PM IST

বোলিং কোটা শেষ ইসি ওংয়ের

চার ওভারের বোলিং কোটা শেষ করলেন ইসি ওং। তিনি ১৫ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। ইউপি ১৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৯৬ রান সংগ্রহ করেছে।

24 Mar 2023, 10:23:42 PM IST

দীপ্তিকে ফেরালেন ম্যাথিউজ

১৪তম ওভারে হেইলি ম্যাথিউজের বলে জোড়া বাউন্ডারি মারেন দীপ্তি শর্মা। শেষে ১৩.৫ ওভারে ম্য়াথিউজের বলেই কলিতার হাতে ধরা পড়েন দীপ্তি। ২০ বলে ১৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইউপি ওয়ারিয়র্জ ৯৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজেশ্বরী গায়কোয়াড়।

24 Mar 2023, 10:18:08 PM IST

উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম হ্যাটট্রিক ওংয়ের

উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন ইসি ওং। ১২.৪ ওভারে ওংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সোফি একলেস্টোন। তিনিও গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। ইউপি ৮৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঞ্জলি সর্বানি। ১৩ ওভার শেষে ওয়ারিয়র্জের স্কোর ৭ উইকেটে ৮৬ রান। ইসি ওং ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

24 Mar 2023, 10:16:39 PM IST

সিমরন শেখ আউট

১২.৩ ওভারে ইসি ওংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিমরন শেখ। ইসি ওং পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সিমরন। ইউপি ৮৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি একলেস্টোন।

24 Mar 2023, 10:14:43 PM IST

কিরণ নভগির আউট

১২.২ ওভারে ইসি ওংয়ের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ন্য়াট সিভার ব্রান্টের হাতে ধরা পড়েন কিরণ নভগির। ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। ইউপি ৮৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিমরন শেখ।

24 Mar 2023, 10:11:23 PM IST

অ্যামেলিয়ার ওভারে ১৯ রান

১২তম ওভারে অ্যামেলিয়া কেরের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন কিরণ নভগির। পঞ্চম বলে চার মারেন দীপ্তি শর্মা। ওভারে মোট ১৯ রান ওঠে। ১২ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্জের স্কোর ৪ উইকেটে ৮৪ কান। নভগির ২৫ বলে ৪৩ রান করেছেন। দীপ্তি ব্যাট করছেন ৮ রানে।

24 Mar 2023, 10:02:46 PM IST

১০ ওভারে ইউপির দরকার ১২০ রান

১০ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্জের স্কোর ৪ উইকেটে ৬৩ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১২০ রান। কিরণ নভগির ১৭ বলে ২৭ রান করেছেন। ১১ বলে ৩ রান করেছেন দীপ্তি শর্মা।

24 Mar 2023, 09:52:40 PM IST

গ্রেস হ্যারিস আউট

৭.৫ ওভারে ন্যাট সিভার ব্রান্টের বলে ইসি ওংয়ের হাতে ধরা পড়েন গ্রেস হ্যারিস। ১২ বলে ১৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইউপি ৫৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।

24 Mar 2023, 09:46:20 PM IST

জীবনদান পেলেন নভগির

৬.২ ওভারে অ্যামেলিয়া কেরের বলে কিরণ নভগিরের ক্যাচ ছাড়েন হেইলি ম্যাথিউজ। ওভারের চতুর্থ বলে চার মারেন হ্যারিস। ৭ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্জের স্কোর ৩ উইকেটে ৫১ রান। ১০ রান করেছেন গ্রেস।

24 Mar 2023, 09:44:38 PM IST

সাইকার ওভারে ২০ রান

ষষ্ঠ ওভারে সাইকা ইশাকের বলে ১টি চার মারেন গ্রেস হ্যারিস। ২টি চার ও ১টি ছক্কা মারেন কিরণ নভগির। ওভারে মোট ২০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ইউপির স্কোর ৩ উইকেটে ৪৬ রান। নভগির ২১ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 09:38:11 PM IST

রান-আউট তালিয়া

৪.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন তালিয়া ম্যাকগ্রা। ৬ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ইউপি ২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস। ইসির ওভারের পঞ্চম বলে চার মারেন নভগির। ৫ ওভার শেষে ওয়ারিয়র্জের স্কোর ৩ উইকেটে ২৬ রান।

24 Mar 2023, 09:29:06 PM IST

অ্যালিসা হিলি আউট

২.২ ওভারে ইসি ওংয়ের বলে হরমনপ্রীত কৌরের হাতে ধরা পড়েন অ্যালিসা হিলি। ৬ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। ইউপি ১২ রানে ২ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন তালিয়া ম্য়াকগ্রা। ৩ ওভার শেষে ওয়ারিয়র্জের স্কোর ২ উইকেটে ১৪ রান।

24 Mar 2023, 09:24:56 PM IST

শ্বেতাকে ফেরালেন সাইকা

দ্বিতীয় ওভারে বল করতে আসেন সাইকা ইশাক। ১.৬ ওভারে সাইকার বলে ম্যাথিউজের হাতে ধরা দেন শ্বেতা শেরাওয়াত। ৮ বলে ১ রান করেন তিনি। ইউপি ওয়ারিয়র্জ ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কিরণ নভগির। সাইকা নিজের প্রথম ওভারে কোনও রান খরচ না করে ১ উইকেট তুলে নেন।

24 Mar 2023, 09:19:34 PM IST

রান তাড়া শুরু ওয়ারিয়র্জের

শ্বেতা শেরাওয়াতকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি। বোলিং শুরু করেন ন্য়াট সিভার ব্রান্ট। পঞ্চম বলে চার মারেন হিলি। প্রথম ওভারে ৮ রান ওঠে।

24 Mar 2023, 09:03:34 PM IST

ইউপি ওয়ারিয়র্জের সামনে বিরাট টার্গেট দিল মুম্বই

শেষ ওভারে দীপ্তি শর্মার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন পূজা। ১টি ছক্কা মারেন ন্য়াট সিভার ব্রান্ট। ওভারে মোট ১৮ রান ওঠে। মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। ন্যাট সিভার ব্রান্ট ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রান করে নট-আউট থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১১ রান করে নট-আউট থাকেন পূজা বস্ত্রকার। দীপ্তি ৪ ওভারে ৩৯ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। ফাইনালে যেতে হলে ইউপি ওয়ারিয়র্জকে ২০ ওভারে ১৮৩ রান তুলতে হবে। 

24 Mar 2023, 08:58:14 PM IST

অ্যামেলিয়া কের আউট

১৯তম ওভারে সোফি একলেস্টোনের বলে পরপর ৩টি চার মারেন অ্যামেলিয়া কের। ওভারের শেষ বলে অঞ্জলির হাতে ধরা পড়েন তিনি। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন অ্যামেলিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ১৬৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। একলেস্টোন ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

24 Mar 2023, 08:54:10 PM IST

১৫০ ছুঁল মুম্বই ইন্ডিয়ান্স

১৮তম ওভারে দীপ্তি শর্মার বলে ১টি চার মারেন অ্যামেলিয়া কের। ওভারে ৯ রান ওঠে। ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৫০ রান। ন্যাট সিভার ৬৪ ও অ্যামেলিয়া ১৬ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 08:50:33 PM IST

বোলিং কোটা শেষ রাজেশ্বরীর

১৭তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে ২টি চার মারেন ন্যাট সিভার ব্রান্ট। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৭ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৪১ রান। ন্যাট ৬১ ও অ্যামেলিয়া ১০ রানে ব্যাট করছেন। রাজেশ্বরী ৪ ওভারে ৩৬ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।

24 Mar 2023, 08:44:01 PM IST

হাফ-সেঞ্চুরি ন্যাট সিভারের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ন্য়াট সিভার ব্রান্ট। ১৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। ২৭ বলে ৫১ রান করেছেন ন্যাট। ১০ বলে ৯ রান করেছেন অ্যামেলিয়া।

24 Mar 2023, 08:40:34 PM IST

হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় ন্য়াট সিভার

১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। ২৪ বলে ৪৫ রান করেছেন ন্য়াট সিভার ব্রান্ট। ৭ বলে ৩ রান করেছেন অ্যামেলিয়া কের।

24 Mar 2023, 08:31:01 PM IST

হরমনপ্রীত কৌর আউট

১২.৫ ওভারে সোফি একলেস্টোনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কউর। ১৫ বলে ১৪ রান করেন মুম্বইয়ের ক্যাপ্টেন। তিনি ১টি চার মারেন। মুম্বই ১০৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামেলিয়া কের।

24 Mar 2023, 08:27:50 PM IST

ঝড় তুললেন ন্যাট সিভার

১২তম ওভারে পার্শ্ববী চোপড়ার প্রথম তিনটি বলে ৪, ৬ ও ৪ রান সংগ্রহ করেন ন্যাট সিভার ব্রান্ট। ওভারে মোট ১৬ রান ওঠে। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৯৮ রান। ন্যাট সিভার ১৭ বলে ৩৫ রান করেছেন। ১১ বলে ৯ রান করেছেন হরমনপ্রীত।

24 Mar 2023, 08:14:08 PM IST

ম্য়াথিউজকে ফেরালেন পার্শ্ববী

দশম ওভারে প্রথমবার বল করতে আসেন পার্শ্ববী চোপড়া। প্রথম বলেই তিনি হেইলি ম্যাথিউজের উইকেট তুলে নেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বল ২৬ রান করে কিরণ নভগিরের হাতে ধরা পড়েন হেইলি। ৬৯ রানে ২ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ওভারের শেষ বলে চার মারেন ন্যাট সিভার। ১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৭৮ রান। ন্য়াট সিভার ১৯ ও হরমনপ্রীত ৫ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 08:09:13 PM IST

জীবনদান পেলেন ম্য়াথিউজ

অষ্টম ওভারে অঞ্জলির ওভারে ৮ রান সংগ্রহ করে মুম্বই। নবম ওভারে দীপ্তি শর্মার প্রথম বলে অঞ্জলির হাতে ধরা পড়ে যান ম্য়াথিউজ। তবে বল মাটি ছুঁয়ে যাওয়ায় আউট হতে হতে সে যাত্রায় বেঁচে যান হেইলি। ৮.৪ ওভারে বাউন্ডারি মারেন ম্য়াথিউজ। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৬৯ রান। ম্য়াথিউজ ২৬ ও ন্য়াট সিভার ১৫ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 07:58:19 PM IST

৫০ টপকাল মুম্বই ইন্ডিয়ান্স

সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। একলেস্টোনের ওভারে ১টি চার মারেন ন্যাট সিভার। মুম্বইয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। ম্যাথিউজ ১৭ ও ব্রান্ট ১৩ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 07:54:35 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৪৬ রান। গায়কোয়াড়ের ওভারের তৃতীয় বলে চার মারেন ম্যাথিউজ। শেষ বলে ন্যাট সিভারের ক্যাচ ছাড়েন সোফি একলেস্টোন। ম্যাথিউজ ১৬ ও ব্রান্ট ৭ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 07:49:17 PM IST

যস্তিকা ভাটিয়াকে ফেরালেন অঞ্জলি

৪.২ ওভারে অঞ্জলি সর্বানির বলে কিরণ নভগিরের হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ১৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৪টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার ব্রান্ট। ওভারের শেষ বলে চার মারেন ন্যাট। ৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৩৭ রান। ম্যাথিউজ ১০ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 07:45:49 PM IST

হ্যারিসকে ছক্কা ম্যাথিউজের

চতুর্থ ওভারে গ্রেস হ্যারিসের শেষ বলে ছক্কা মারেন হেইলি ম্যাথিউজ। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩০ রান। যস্তিকা ২১ ও ম্য়াথিউজ ৯ রানে ব্যাট করছেন।

24 Mar 2023, 07:44:13 PM IST

আগ্রাসী শুরু মুম্বইয়ের

তৃতীয় ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে ২টি চার মারেন যস্তিকা ভাটিয়া। ওভারে মোট ১১ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৩ রান। ১২ বলে ২০ রান করেছেন ভাটিয়া। ৩ রানে ব্যাট করছেন ম্যাথিউজ।

24 Mar 2023, 07:39:41 PM IST

অঞ্জলির ওভারে ৬ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন অঞ্জলি সর্বানি। চতুর্থ বলে চার মারেন যস্তিকা। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ১২ রান। ১০ রানে ব্যাট করছেন ভাটিয়া।

24 Mar 2023, 07:33:43 PM IST

যস্তিকার বাউন্ডারিতে শুরু এলিমিনেটরের লড়াই

হেইলি ম্যাথিউজকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন যস্তিকা ভাটিয়া। বোলিং শুরু করেন গ্রেস হ্যারিস। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন যস্তিকা ভাটিয়া। প্রথম ওভারে ৬ রান ওঠে।

24 Mar 2023, 07:13:45 PM IST

ওয়ারিয়র্জের প্রথম একাদশ

অ্যালিসা হিলি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শ্বেতা শেরাওয়াত, কিরণ নভগির, তালিয়া ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, সিমরন শেখ, সোফি একলেস্টোন, পার্শ্ববী চোপড়া, অঞ্জলি সর্বানি ও রাজেশ্বরী গায়কোয়াড়। 

24 Mar 2023, 07:08:20 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হেইলি ম্য়াথিউজ, ন্যাট সিভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, আমনজ্যোৎ কৌর, হুমাইরা কাজী, জিন্তিমনি কলিতা ও সাইকা ইশাক।

24 Mar 2023, 07:03:55 PM IST

টস জিতল ইউপি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়র লিগের এলিমিনেটরে টস জিতল ইউপি ওয়ারিয়র্জ। টস জিতে ওয়ারিয়র্জের ক্যাপ্টেন অ্যালিসা হিলি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বই ইন্ডিয়ান্সকে। সুতরাং, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রান তাড়া করবে ওয়ারিয়র্জ। উল্লেখ্য, অ্যালিসা হিলি নিজের জন্মদিনে গুরুত্বপূর্ণ টস জেতেন। 

24 Mar 2023, 06:47:26 PM IST

কোন পথে এলিমিনেটরে ওয়ারিয়র্জ

১. প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪২ রানে পরাজিত হয়।
৩. তৃতীয় ম্যাচে আরসিবিকে ১০ উইকেটে হারিয়ে দেয়।
৪. চতুর্থ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৫. পঞ্চম ম্যাচে আরসিবির কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৬. ষষ্ঠ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৭. সপ্তম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারায়।
৮. অষ্টম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।

24 Mar 2023, 06:42:48 PM IST

কোন পথে এলিমিনেটরে মুম্বই

১. প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে আরসিবিকে ৯ উইকেটে পরাজিত করে।
৩. তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
৪. চতুর্থ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৮ উইকেটে পরাজিত করে।
৫. পঞ্চম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৫৫ রানে হারায়।
৬. ষষ্ঠ ম্য়াচে ইউপি ওয়ারিয়র্জের কাছে ৫ উইকেটে হেরে যায়।
৭. সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৯ উইকেটে হার মানে।
৮. অষ্টম ম্যাচে আরসিবিকে ৪ উইকেটে পরাজিত করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.