ক্রিকেটমহলে অতি প্রচলিত একটি প্রবাদ আছে যে, ক্যাচ জেতায় ম্যাচ। ঠিক উলটোভাবে বলা হয়, ক্যাচ মিস তো ম্যাচ মিস। উইমেন্স প্রিমিয়র লিগে ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স টের পেল দ্বিতীয় প্রবাদটি কতটা যথাযথ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরদের শেষ ওভারের থ্রিলারে হার মানতে হয় একের পর এক ক্যাচ মিস করে।
যদিও ক্যাপ্টেন হরমনপ্রীত নিজে এই ম্যাচে দুর্দান্ত একটি ক্যাচ ধরেন। তবে তাঁর ফিল্ডিং সতীর্থদের উদ্দীপ্ত করতে পারেনি।
টুর্নামেন্টের ১৫তম লিগ ম্যাচে টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান ইউপি ওয়ারিয়র্জের ক্যাপ্টেন অ্যালিসা হিলি। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায়। হেইলি ম্যাথিউজ দলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন। ৩০ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
ইসি ওং ১৯ বলে ৩২ রানের আগ্রাসী ইনিংস খেলে রান-আউট হন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাপ্টেন হরমনপ্রীত করেন ২২ বলে ২৫ রান। তিনি ৩টি চার মারেন। বকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। যস্তিকা ভাটিয়া ৭, ন্যাট সিভার ব্রান্ট ৫, অ্যামেলিয়া কের ৩, আমনজ্যোৎ কৌর ৫, হুমাইরা কাজী ৪, ধারা গুজ্জর ৩ ও জিন্তিমনি কলিতা ৩ রান করেন। খাতা খুলতে পারেননি সাইকা ইশাক।
১৫ রানে ৩টি উইকেট নেন ওয়ারিয়র্জের সোফি একলেস্টোন। ১৬ রানে ২টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৩৫ রানে ২টি উইকেট দখল করেন দীপ্তি শর্মা। ১০ রানে ১টি উইকেট নেন অঞ্জলি সর্বানি।
জবাবে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ ১৯.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ওয়ারিয়র্জ।
ম্যাচের দ্বিতীয় ওভারে (১.১ ওভারে) ম্য়াথিউজের বলে স্লিপে দেবিকা বৈদ্যর (১) দুর্দান্ত ক্যাচ ধরেন হরমনপ্রীত। ২.৪ ওভারে ন্যাট সিভারের বলে বাউন্ডারি লাইনে জীবনদান পান অ্যালিসা হিলি। ঠিক তার পরের বলেই পয়েন্টে জীবনদান পান কিরণ নভগির। ৫.২ ওভারে ইসি ওংয়ের বলে উইকেটকিপারের হাত থেকে জীবনদান পান তালিয়া ম্যাকগ্রা।
হিলি ৮ ও নভগির ১২ রানে আউট হয়ে বসলেও তালিয়া ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইউপিকে জয়ের মঞ্চে বসিয়ে দেন। ২৫ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IPL 2023: শ্রেয়স আইয়ার ছিটকে গেলে KKR-এর ক্যাপ্টেন হওয়ার দাবিদার এই পাঁচ তারকা
এছাড়া গ্রেস হ্যারিস করেন ২৮ বলে ৩৯ রান। তিনি ৭টি চার মারেন। দীপ্তি শর্মা ১৪ বলে ১৩ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার মারেন। ১৭ বলে ১৬ রান করে নট-আউট থাকেন সোফি একলেস্টোন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
মুম্বইয়ের হয়ে ২২ রানে ২টি উইকেট নেন অ্যামেলিয়া কের। ১টি করে উইকেট দখল করেন ন্যাট সিভার, হেইলি ম্যাথিউজ ও ইসি ওং। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন দীপ্তি। উল্লেখ্য, টানা ৫ ম্যাচে জয় তুলে নেওয়ার পরে মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে প্রথম হারের মুখ দেখে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।