বাংলা নিউজ > ময়দান > Miami Open-এ ব়্যাকেটের হাতল দিয়ে বুবলিকের শটে মজেছেন ‘আলটিমেট ট্রিকস্টার’ কির্গিয়স

Miami Open-এ ব়্যাকেটের হাতল দিয়ে বুবলিকের শটে মজেছেন ‘আলটিমেট ট্রিকস্টার’ কির্গিয়স

বুবলিকের বিখ্যাত ট্রিকশট ও কির্গিয়স।

রুডের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অদ্ভুতুড়ে শটটি মারেন বুবলিক। 

মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে আলেজান্ডার বুবলিক ও ক্যাসপার রুডের ম্যাচ চলাকালীনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল টেনিসবিশ্ব। টেনিসের কোচিংয়ে ম্যানুয়েলেও কোথাও পাওয়া যাবে না, এমনই এক ট্রিক শট মেরে সকলকে চমকে দিলেন বুবলিক। তাঁর শট প্রশংসা কুড়িয়েছে ‘আলটিমেট ট্রিকস্টার’ নিক কির্গিয়সেরও।

কির্গিয়সের মতো মতো বুবলিকও নিজের ট্রিক শটগুলির জন্য টেনিস মহলে বেশ বিখ্যাত। রুডের বিরুদ্ধে দ্বিতীয় সেটে ০-৪ পিছিয়ে থাকার পর প্রথম গেম পয়েন্ট পাওয়া অবস্থায় বুবলিক যে শট খেললেন, তা কল্পনাও করা যায়না। রুডের এক শটে আকাশে বেশ অনেকক্ষণ ভেসে থাকার পর কোর্টে অবশেষে বল নামে। সেই বলে ব়্যাকেট একেবারে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে হাতল দিয়ে বল ফেরত পাঠান বুবলিক। রুড বুবলিকের সেই ট্রিক শটে বল ফেরত পাঠালেও পরবর্তী ওভারহেড শটের আর জবাব দিতে পারেননি। পরিণামে পয়েন্ট জিতে নেন বিশ্বের ৩৩ নম্বর টেনিস তারকা বুবলিক।

যদিও দ্বিতীয় সেটে আর একটিমাত্র পয়েন্ট জিতে ৬-৩, ৬-২ ব্যবধানে ম্যাচ খোয়াতে হয় বুবলিককে। তবে তাঁর ওই শটের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিজের নানা ট্রিক শটে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হওয়া কির্গিয়সেরও নজর এড়ায়নি ওই শট। তিনি ওই শটের প্রতিক্রিয়ায় জানান, গোটা বিষয়টাই একেবারে অবিশ্বাস্য। মোটের উপর ম্যাচ হারলেও, ওই একটাই শটেই কিন্তু বর্তমানে টেনিসবিশ্বের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছেন বুবলিক।

বন্ধ করুন