মায়ামিতে বিশ্বের এক নম্বর ডাবলস জুটিকে স্ট্রেট সেটে সারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করলেন রোহন বোপান্না এবং ডেনিস শাপোভালভ। মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ম্যাট পেভিচ ও নিকোলা মেকটিচের ক্রোয়েশিয়ান জুটিকে ৬-৩, ৭-৬ (৩) ব্যবধানে পরাস্ত করেন বোপান্নারা।
অবাছাই জুটি হিসাবে মায়ামি ওপেনে নেমেই ভারতীয়-কানাডিয়ান জুটি দুরন্ত ফর্মে রয়েছেন। এর আগের রাউন্ডে এল সালভাদোরের মার্সেলোয়া আভরেভালো ও নেদারল্যান্ডসের জিন-জুয়েন রোজারকে কড়া টক্কর দিয়ে ৬-৭ (৫), ৬-২, ১০-৩ হারিয়েছিলেন শাপোভালভ ও বোপান্না। এবার এক নম্বর তারকাদের বিরুদ্ধেও তাঁদের জয়ের ধারা অব্যাহত রইল। মায়ামিতে কোয়ার্টার ফাইনালে কাল (২৯ মার্চ) ছয় নম্বর বাছাই, গ্রেট ব্রিটেনের নিল স্কুপস্কি ও নেদারল্যান্ডসের ওয়েসলি কুলহফ জুটির বিরুদ্ধে কোর্টে নামবেন বোপান্নারা।
স্কুপস্কি- কুলহফ জুটি স্প্যানিশ-ইতালিয়ান জুটি পেদ্রো মার্টিনেস ও লরেন্সো সনেগোকে ৬-৩, ৭-৬ (৮) ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে নিজেদের জায়গা পাকা করেন। আরেক ভারতীয় তারকা সানিয়া মির্জাও মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে পার্টনার কার্স্টেন ফ্লিপকেন্সের সঙ্গে নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোর্টে নামছেন। তাঁদের প্রতিপক্ষ সপ্তম বাছাই ডেসিরাই ও ডেমি শার্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।