বাংলা নিউজ > ময়দান > WTC ফাইনালে আনকোরা পেসারকে লেলিয়ে দিতে পারে অজিরা, ইঙ্গিত দিলেন কোচ

WTC ফাইনালে আনকোরা পেসারকে লেলিয়ে দিতে পারে অজিরা, ইঙ্গিত দিলেন কোচ

মাইকেল নিসার (Twitter)

অলরাউন্ডার মাইকেল নিসারের ব্যাটিং পারফরম্যান্সে যথেষ্ট খুশি ম্যাকডোনাল্ড। তাই অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন অজি দলের হয়ে ডব্লুটিসি ফাইনাল এবং অ্যাসেজ সিরিজে খেলতে পারেন মাইকেল নিসার।

শুভব্রত মুখার্জি: ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই দুই দল ডব্লুটিসি ফাইনালের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় স্কোয়াডের একাধিক ক্রিকেটার ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে আইপিএলে খেলতে। ভারতের এটি দ্বিতীয় ডব্লুটিসি ফাইনাল। প্রথমবার ফাইনালে তাদের হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ফলে এবারের শিরোপা জিততে মুখিয়ে রয়েছে তারা। ফাইনালে ছেড়ে কথা বলার পাত্র নয় অস্ট্রেলিয়াও। ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন তাদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ডব্লুটিসি ফাইনাল এবং পরবর্তীতে অ্যাসেজ সিরিজে অজি দলের পরিকল্পনায়তে রয়েছেন মাইকেল নিসার সেকথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

অলরাউন্ডার মাইকেল নিসারের ব্যাটিং পারফরম্যান্সে যথেষ্ট খুশি ম্যাকডোনাল্ড। তাই অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন অজি দলের হয়ে ডব্লুটিসি ফাইনাল এবং অ্যাসেজ সিরিজে খেলতে পারেন মাইকেল নিসার। ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগানের হয়ে বেশ ভালো খেলেছেন নিসার। ১২৩,৮৬ এবং ৯০ পরপর তিনটি বড় স্কোর করেছেন তিনি। নিসারকে প্রথমে ডব্লুটিসি এবং অ্যাসেজের প্রথম দুটি টেস্টের জন্য ঘোষিত ১৭ জনের অজি স্কোয়াডে রাখা হয়েছিল না। পরবর্তীতে তার পারফরম্যান্সের কারণে তাঁকে অজি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৭-১১ জুন ওভালে অনুষ্ঠিত হবে ডব্লুটিসি ফাইনাল। এর পরেই ১৬ জুন থেকে শুরু হবে অ্যাসেজের প্রথম টেস্ট।

এমন আবহে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন ' আমরা খুব ভালোভাবে জানি নিসার কতটা ভালো পারফরম্যান্স করতে পারে। মাইকেল (নিসার) এবং শন(অ্যাবট) দুজনেই আমাদের সঙ্গে দলে যোগ দেবে লন্ডনে। বিশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতিতে ওরা আমাদের সঙ্গে যোগ দেবে। যখন আমরা ১৭ সদস্যের দল ঘোষণা করেছি তখন আমরা বেশ কিছু পরিষ্কার চিন্তা ভাবনা নিয়েই করেছি। আমার মনে আছে আমাদের চেয়ারম্যান অফ সিলেক্টর জর্জ বেইলি জানিয়েছিলেন, আমাদের কিছু চেকপয়েন্ট রয়েছে যার ভিত্তিতে আমরা ক্রিকেটারদের দলে নির্বাচন করতে পারি। জস (হ্যাজেলউড) যদি কোন সমস্যায় পড়ে তাহলে আমাদের কাছে নিসার এবং অ্যাবট রয়েছে যারা খেলতে পারে। আমি মনে করি এটা আমাদের কাছে বোনাস যে ওঁরা দুজনে এখন ইংল্যান্ডেই ক্রিকেটটা খেলছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ? বয়স মাত্র ৪৮! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কভি খুশি কভি গম’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি এবার কি পদত্যাগ করবেন সুখেন্দু? কী বললেন আরজি কর আবহে বিদ্রোহী হয়ে ওঠা সাংসদ? চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.