ILT20 -র এলিমিনেটর ম্যাচে, দুবাই ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল এমআই এমিরেটস। এই ম্যাচে জয়ের জন্য দুবাই ক্যাপিটালস MI এর সামনে ১৫২ রানের টার্গেট দিয়েছিল। যেই লক্ষ্য এমআই এমিরেটস সহজেই ২ উইকেট হারিয়ে অর্জন করে। এখন কোয়ালিফায়ার 2-এ গালফ জায়ান্টসের মুখোমুখি হবে এমআই এমিরেটস। সেই ম্যাচের বিজয়ী ILT20 -র ফাইনালে ডেজার্ট ভাইপারসদের মুখোমুখি হবে।
আরও পড়ুন… ৫০,১০০....৪৫০-সব মাইলফলকেই বাকি ভারতীয়দের আগে পৌঁছে গেলেন অশ্বিন
এদিনের ম্যাচে ক্যারিবিয়ান জুটি, নিকোলাস পুরান এবং আন্দ্রে ফ্লেচার, যারা MI-এর হয়ে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁরা ক্যাপিটালস বোলারদের এমন ধাক্কা দিয়েছিলেন যে তারা সহজে ভুলতে পারবে না। পুরান শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৬ রানের জ্বলন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে ফ্লেচারও রান করেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৫ বলে ৬৮ রান করেন। এদিনের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন ফ্লেচার। নিকোলাস পুরান নিজের ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন… ভারত একবারই ব্যাট করবে নাগপুরে, বললেন DK, তেলেবেগুনে জ্বলে উঠলেন মার্ক ওয়া
এই দুই ব্যাটসম্যানের ঝোড়ো ব্যাটিংয়ের কারণে এমআই ৩ ওভার বাকি থাকতেই ১৫২ রানের লক্ষ্য অর্জন করে। তবে এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে ক্যাপিটালস। ওপেনার জর্জ মুনসে এবং সিকান্দার রাজা ক্যাপিটালসকে এই স্কোর ছুঁতে সাহায্য করেন এবং উল্লেখযোগ্য অবদান রাখেন। মুনসে যেখানে ৫১ রানের হাফ সেঞ্চুরি ইনিংস খেলেন, রাজাও খেলেন ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। যাইহোক, এই দু'জন ছাড়া, ক্যাপিটাল ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে পারেনি। এই কারণেই দুবাই ক্যাপিটালস স্কোর মাত্র ১৫১ রানে পৌঁছাতে পারে এবং শেষ পর্যন্ত এই স্কোর অপর্যাপ্ত বলে প্রমাণিত হয়। অন্যদিকে এমআই বোলারদের কথা বললে, রশিদ খান এবং ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট শিকার করেছেন। ম্যাচের সেরা হয়েছেন নিকোলাস পুরান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।