বাংলা নিউজ > ময়দান > অবস্থার অবনতি হয়েছে, সঙ্কটজনক মিলখা সিং-এর স্ত্রী নির্মল কাউর

অবস্থার অবনতি হয়েছে, সঙ্কটজনক মিলখা সিং-এর স্ত্রী নির্মল কাউর

মিলখা সিং এবং তাঁর স্ত্রী।

মিলখা সিং-এর পর তাঁর স্ত্রী নির্মল কাউরও করোনায় আক্রান্ত হন। তাঁর আবার নিউমোনিয়ার লক্ষণ ছিল। তাই তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন তাঁর অবস্থা সঙ্কটজনক। 

শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসায় বৃহস্পতিবার আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে মিলখা সিং-কে। চণ্ডীগড়ের এক হাসপাতালের আইসিইউ-তে থাকলেওে চিকিৎসকেরা জানিয়েছে, তিনি নাকি স্থিতিশীল রয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী-র অবস্থার অবনতি হয়েছে। এমনটাই হাসপাতাল সূত্রের খবর।

কিছু দিন আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মিলখা সিং। তবে সে বার বাড়ির লোকের অনুরোধে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। সেই সময়ে শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় আইসিইউ-তে রাখতে হয়েছিল নির্মল কাউরকে। 

মোহালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নির্মল কাউর। শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘রোগের বৃদ্ধির পাশাপাশি শরীরে অক্সিজেনের মারাত্মক অভাব দেখা দিচ্ছে। মিসেস মিলখা সিং-এর অবস্থার অবনতি হয়েছে। ’

কোভিড-১৯ সংক্রমণের পাশাপাশি নিউমোনিয়া হয়ে যাওয়ায় গত সপ্তাহে ৮২ বছরের নির্মলা কাউরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার আগেই অবশ্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিলখা সিং।

শোনা গিয়েছিল, মিলখা সিং-এর বাড়ির পরিচারক প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর পরই বাড়ির প্রত্যেকেরই টেস্ট করানো হয়েছিল। প্রথমে শুধুমাত্র মিলখা সিংয়েরই পজিটিভ রিপোর্ট এসেছিল। তবে শুরুর দিকে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ বা সমস্যা সে ভাবে ছিল না। তাই প্রথম দিকে বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করতে হয়। 

এর পর তাঁর স্ত্রী নির্মল কাউরও করোনায় আক্রান্ত হন। তাঁর আবার নিউমোনিয়ার লক্ষণ ছিল। তাই তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন তাঁর অবস্থা সঙ্কটজনক। বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই দুবাই থেকে উড়ে এসেছিলেন গল্ফার জীব মিলখা সিং।

বন্ধ করুন