আগের চেয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে প্রাক্তন তারকা স্প্রিন্টার মিলখা সিং-এর। এমনটাই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। তাঁর স্ত্রী নির্মল কাউর এখনও আইসিইউ-তেই রয়েছেন।
চণ্ডীগড়ের একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন মিলখা সিং। সেখান থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। মিলখা সিং-এর স্ত্রী আবার ভর্তি রয়েছেন মোহালির এক বেসরকারি হাসপাতালে। এখানে আগে মিলখা সিং-ও ভর্তি ছিলেন। সেই হাসপাতালের তরফে বলা হয়েছে, নির্মল কাউর আইসিইউতে রয়েছেন এখনও। তবে তিনি লড়াই চালাচ্ছেন।
কিছু দিন আগেই মোহালির বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন মিলখা সিং। তবে সে বার বাড়ির লোকের অনুরোধে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। সেই সময় থেকেই আবার শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় আইসিইউ-তে রাখতে হয়েছিল নির্মল কাউরকে।
কোভিড-১৯ সংক্রমণের পাশাপাশি নিউমোনিয়া হয়ে যাওয়ায় ৮২ বছরের নির্মল কাউরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার আগেই অবশ্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিলখা সিং।
শোনা গিয়েছিল, মিলখা সিং-এর বাড়ির পরিচারক প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর পরই বাড়ির প্রত্যেকেরই করানো টেস্ট করা হয়েছিল। প্রথমে শুধুমাত্র মিলখা সিংয়েরই পজিটিভ রিপোর্ট এসেছিল। তবে শুরুর দিকে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ বা সমস্যা সে ভাবে ছিল না। তাই প্রথম দিকে বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করতে হয়।
এর পর তাঁর স্ত্রী নির্মল কাউরও করোনায় আক্রান্ত হন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তাঁকে নিয়ে আশঙ্কা কাটেনি। বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই দুবাই থেকে উড়ে এসেছিলেন গল্ফার জীব মিলখা সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।