কিছুদিন আগেই অ্যাসেজ খেলা প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে একহাত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। তিনি ব্রিটিশ ক্রিকেটারদের অ্যাসেজে না খেলতে আসা নিয়ে নিজের মত প্রকাশ করেন। টিম পেইন বলেছিলেন, 'কেউ তাদেরকে খেলতে আসার জন্য জোর করছে না। ডিসেম্বর মাসের ৮ তারিখ থেকে শুরু হতে চলা সিরিজ সূচি মেনেই খেলা হবে। তা সে জো রুট আসুন বা না আসুন।' এবার এই প্রসঙ্গে অজি অধিনায়ককে কড়া জবাব দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন।
ডেইলি মেইলের জন্য নিজের কলামে নাসের হুসেন লিখেছিলেন যে অতিমারীর পরবর্তী সময়ে ইংল্যান্ড সবচেয়ে বেশি টেস্ট খেলেছে। অতএব, তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার অধিনায়কের করা বক্তব্যটি তিনি মানতে পারেননা কারণ অজিদের এটা করার অধিকার নেই। এর আগে, স্টিভ হারমিসন লক্ষ্য করেছিলেন যে ২০২০ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়া ঘরের মাঠে চারটি টেস্ট খেলেছে। তাদের সাম্প্রতিকতম বিদেশী টেস্ট ছিল সেপ্টেম্বর ২০১৯ এ ম্যাঞ্চেস্টারে। সুতরাং, নাসের হুসেন বিশ্বাস করেন যে অস্ট্রেলিয়ার পক্ষে এটি নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেন, ‘নিজেদের পরিবার থেকে দীর্ঘ সময় ধরে দূরে গিয়ে, বিভিন্ন দেশের বায়ো বাবলের মধ্যে থেকে ইংল্যান্ডের টেস্ট দল যেভাবে কঠিন পরিস্থিতিতেও নিজেদের কাজ করে চলেছে তাতে আমি গর্বিত। এমন সময় তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক সেই সময় অস্ট্রেলিয়ার লোকেরা তাদের নিয়ে কথা বলে।’
নাসের হুসেন পেইন নিয়ে বলতে গিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন যখন সম্প্রতি বলেছিলেন সেটাতে আমি অবাক হয়েছি কারণ আমি একজন সহকর্মী পেশাজীবীর কাছ থেকে কখনও এমন সহানুভূতি শুনিনি। এখন অন্যরা অ্যাসেজ ব্যান্ডওয়গনে ঝাঁপিয়ে পড়েছে, যেন ইংল্যান্ড কোনোভাবে একটি গুরুত্বপূর্ণ সিরিজ এড়ানোর চেষ্টা করছে।’
‘আমি সব যুক্তি জানি। হ্যাঁ, ইংল্যান্ডের টেস্ট খেলোয়াড়দের ভালো পেমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, আপনার দেশের প্রতিনিধিত্ব করা, বিশেষ করে অ্যাসেজে খেলতে গেলে, একজন পেশাদার ক্রিকেটারের জন্য সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি আমরা। হ্যাঁ, কিছু খেলোয়াড় আইপিএলের মতো বিদেশি টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেদের জন্য। আমি সব বুঝি। কিন্তু যতক্ষণ না আপনি একটি বায়ো বাবলে সময় কাটাচ্ছেন এবং এই তাদের মধ্যে কিছু মানুষ বারবার এটা করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্যদের ব্যবহার সম্পর্কে কথা বলতে পারবেন না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।