গলায় সোনার পদক, উড়ছে তেরঙা, ব্রিটিশদের সামনে বাজছে 'জন গণ মন' - কমনওয়েলথ গেমসে সেই মুহূর্তের থেকে ভালো কিছু আর হতে পারে? সম্ভবত নয়। যে মুহূর্তে দাঁড়িয়ে চোখের কোণটা চিকচিক করে উঠল মীরাবাই চানুর। সেই ভিডিয়ো ভাইরালও হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাই, কমনওয়েলথ গেমসে ভারতের প্রত্যাশা পূরণ চানুর
শনিবার বার্মিংহ্যামে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন অলিম্পিক্সের রুপোর পদকজয়ী চানু। স্ন্যাচে ৮৮ কিলোগ্রাম ভারোত্তোলনের করেন। যা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, কমনওয়েলথ গেমসের রেকর্ডও বটে। ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবারেই ১০৯ কেজি তোলেন। তখনই সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল। তারপর ১১৩ কেজি উত্তোলন করে সোনা জয়টা আরও মধুর করে তোলেন চানু। সবমিলিয়ে মোট ২০১ কেজি ভারোত্তোলন করেন। যা রুপোজয়ীর থেকে ২৯ কেজি বেশি।
চানুর সেই দাপুটে জয়ের পর অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দুর্ধর্ষ মীরাবাই চানু আবারও ভারতকে গর্বিত করে তুলেছে। প্রত্যেক ভারতীয় অত্যন্ত আনন্দিত যে মীরা সোনা জিতেছে এবং বার্মিংহ্যাম গেমসে নয়া কমনওয়েলথ রেকর্ড তৈরি করেছে। ও অনেক ভারতীয়দের অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষত তরুণ অ্যাথলিটদের কাছে (ও অনুপ্রেরণা)।’
মীরাবাই চানু - ভারতীয় ভারোত্তোলনের অসংবিবাদী 'ডন'
২০১৪ সালের কমনওয়েলথ গেমসে রুপো, ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা, ২০২০ সালের অলিম্পিক্সে রুপ, ২০২২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন চানু। এবার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন।