বাংলা নিউজ > ময়দান > Mirabai Chanu wins silver: চোট সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় চানুর! হারালেন অলিম্পিক্স চ্যাম্পিয়নকে

Mirabai Chanu wins silver: চোট সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় চানুর! হারালেন অলিম্পিক্স চ্যাম্পিয়নকে

২০০ কেজি বিভাগে রুপো জিতলেন মিরাবাই চানু । (PTI)

Mirabai Chanu wins silver at World Championship: বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন মীরাবাই চানু।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন মীরাবাই চানু। ২০২২ সালের বিশ্ব ভারোত্তোলোন চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল কলম্বিয়ার বোগোতায়। সেখানে রুপো জিতলেন চানু। যিনি টোকিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। কব্জিতে চোট নিয়েই বাজিমাত করেন তিনি। ভার উত্তোলনের সময় কব্জিতে চোট পেলেও থেমে থাকেননি তিনি।

স্ন্যাচ (৮৭ কেজি) এবং ক্লিন অ্যান্ড জার্ক (১১৩ কেজি) মিলিয়ে মোট ২০০ কেজি ভারোত্তলন করেন চানু। তাঁর থেকে ছয় বেশি ভার তুলে সোনা জেতেন চিনের জিয়াং হুইহুয়া (স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি)। যে হু জিহুয়া অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, তিনি ব্রোঞ্জ পেয়েছেন। সবমিলিয়ে ১৯৮ কেজি ভার তোলেন অলিম্পিক্স চ্যাম্পিয়নশিপ। তবে ২০০ কেজি যে মীরার যে পারফরম্যান্স, সেটা নয়। কমনওয়েলথ গেমসে ২০১ কেজি ভারোত্তলন করে স্বর্ণপদক জিতেছিলেন। 

তারইমধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে মীরার কব্জির চোটে উদ্বেগে পড়ে যান ভারতীর দলের কোচ বিজয় শর্মা। তিনি বলেন, ‘যে কোনও অ্যাথলিটের চোট লাগে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে চানুর চোট, কিছুটা হলেও ভাবিয়ে তুলেছিল। কিন্তু ও সেটা করে দেখিয়েছে।‘  তিনি আরও বলেন, ‘আমরা মোটেই চাপে ছিলাম না। চানুর কাছে এটা কোনও কঠিন কাজ নয়। এর আগে বহুবার এই ধরনের ইভেন্টে নেমেছে। সুতরাং এই পদক ওকে আরও আত্মবিশ্বাস এনে দেবে।'

প্রসঙ্গত, বিশ্ব চ্যাম্পিয়নশিপে মীরাবাই চানুর দ্বিতীয় পদক। ২০১৭ বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় সোনা জিতে নিয়েছিলেন। তবে ২০১৯ সালে তিনি এই প্রতিযোগিতায় চতুর্থ স্থান গ্রহণ করেছিলেন। এবারের রুপো জয় তাঁকে আরও আত্মবিশ্বাস জোগাবে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মীরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.