শুভব্রত মুখার্জি: ভারতবর্ষের মাটিতে অলিম্পিক গেমসে রুপো এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী মীরাবাঈ চানু যে অনুপ্রেরণা হবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে পড়শি দেশ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রীড়াবিদদের কাছেও যে মীরাবাই চানু অনুপ্রেরণা তা জানিয়ে দিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পাকিস্তানের ভারোত্তোলক নুহ দস্তাগির বাট। উল্লেখ্য টোকিওতে রুপোজয়ের পরবর্তীতে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন মীরাবাই। ৪৯ কেজি বিভাগে এই সোনা জিতেছেন তিনি। মোট ২০১ কেজি ওজন তুলে একাধিক নয়া গেমস রেকর্ড করে সোনা জিতেছেন তিনি।
অন্যদিকে এই বার্মিংহাম কমনওয়েলথ গেমসেই পাকিস্তানের হয়ে প্রথম সোনা জয় নিশ্চিত করেছেন পাকিস্তানের ওয়েটলিফ্টার নুহ দস্তাগির বাট। এরপরেই তিনি জানিয়েছেন, 'আমাদের অনুপ্রেরণা মীরাবাই চানু। আমরা ওর দিকেই তাকিয়ে থাকি। ওর থেকেই অনুপ্রেরণা পাই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে থেকেও অলিম্পিকে পদক জেতা সম্ভব। যখন টোকিও গেমসেও রুপো জিতেছিল আমরা এত গর্ব অনুভব করেছিলাম যে বলে বোঝাতে পারব না।'
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পুরুষদের ১০৯+ ক্যাটাগরিতে গেমস রেকর্ড গড়ে সোনা জয়ের পরে এইকথা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বাট। ২৪ বছর বয়সি এই পাকিস্তানি তিনটি গেমস রেকর্ড ভেঙে স্ন্যাচে ১৭৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২৩২ কেজি তোলার পাশাপাশি মোট ওজন তোলার ক্ষেত্রেও নজির গড়েন। বাট আরও জানান 'আমার কাছে গর্বের মুহূর্ত ছিল যখন ও (চানু) আমাকে শুভেচ্ছা জানায়। আমার পারফরম্যান্সের সুখ্যাতি করে।' বাটের বিভাগেই ব্রোঞ্জপদক পাওয়া গুরদীপ সিংকে, দস্তাগির বাট নিজের ভালো বন্ধু বলেও অ্যাখ্যা দিয়েছেন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।