শুভব্রত মুখার্জি
ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের সামনেই রয়েছে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের মতন দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই দুটি টুর্নামেন্টেই ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দুটি ওয়ানডেতে জাদেজা খেলতে পারেননি তার ডান হাঁটুর চোটের কারণে। পরবর্তীতে যদিও টি-২০ সিরিজে খেলেছিলেন তিনি। প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন, রবীন্দ্র জাদেজার এই দুটি টুর্নামেন্টে খেলা নিশ্চিত। তবে তিনি বেশি উইকেট পাবেন না।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এই দুটি টুর্নামেন্টেই ভারতীয় দলের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন যুজবেন্দ্র চাহাল। তিনি বলেন, ‘এই তালিকায় দ্বিতীয় নামটা (চাহালের পরে) খুব ইন্টারেস্টিং - রবীন্দ্র জাদেজা। জাড্ডু নিঃসন্দেহে খেলবে। এটা আমি জানি। তবে ও আপনাকে খুব বেশি উইকেট এনে দিতে পারবে না। এই সত্যটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আয়না কখনও মিথ্যে বলে না।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি ওর পরিসংখ্যান দেখেন, তা হলে দেখবেন টি-২০ বিশ্বকাপের পরে ও ৭টি ম্যাচ খেলেছে। মাত্র চারটি উইকেট নিয়েছে। গড় ৪৩। ইকোনমি রেট ৮.৫ রান/প্রতি ওভারের কাছে। যা একেবারেই ভালো নয়। টি-২০-র শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ওর উইকেট নেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায়নি। ও উইকেটও নিতে পারেনি। আইপিএলের ক্ষেত্রেও গল্পটা একই রকম। ১০টি ম্যাচ শেষ মরশুমে খেলেছে। গড় প্রায় ৫০। ইকোনমি রেট ৭.৫০ রান। স্ট্রাইক রেট প্রায় ৪০-র কাছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।