বাংলা নিউজ > ময়দান > WIPL: মহিলা IPL-এর দৌলতে ২২ গজে কামব্যাক করছেন মিতালি-ঝুলন

WIPL: মহিলা IPL-এর দৌলতে ২২ গজে কামব্যাক করছেন মিতালি-ঝুলন

মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী। ছবি- টুইটার 

ফের ২২ গজে ফিরতে চলেছেন মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী। মহিলাদের আইপিএলের নিলামের জন্য নাথ নথিভুক্ত করেছেন দুই প্রাক্তন ভারত অধিনায়ক। 

২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতীয় মহিলা দলের দুই কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী। গত বছর ক্রিকেটকে বিদায় জানান এই দুই কিংবদন্তি। এবার ফের মাঠে দেখা যাবে তাদের।

মাঝে মাত্র এক মাস। তারপরেই শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। ইতিহাস সৃষ্টিকারী সেই দিনটির অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যে সব প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে ভারতীয় বোর্ড। দল কেনার জন্য আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে। প্লেয়ারদের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বিক্রি হয়েছে সম্প্রচার স্বত্ব। এর মধ্যেই ফের চমক দিলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ।

গত বছর জুন মাসে মিতালি, এর দুমাস পর অর্থাৎ সেপ্টেম্বরে ঝুলন। তাঁরা ফের মাঠে ফিরে আসতে চলেছেন। তবে জাতীয় দলের হয়ে নয়। মহিলা আইপিএলে। এমনটাই জানা গিয়েছে। এই দুই কিংবদন্তি মাঠে ফেরার ইচ্ছাও দেখিয়েছেন বলে খবর সূত্র মারফত। জানা গিয়েছে ঝুলন ও মিতালি নিজেদের নাম নিলামের জন্য নথিভুক্ত করেছেন।

বিসিসিআই জাতীয় দলে খেলা প্লেয়ারদের সর্বোচ্চ মূল্য রেখেছে ১৫ কোটি। ভারতের মহিলা তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউরদের রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে। শুধুমাত্র কোটিপতি নয় খেলার সামগ্রিক উন্নতির সুযোগ রয়েছে মহিলা আইপিএলে। সম্প্রতি এ বিষয়ে ঝুলন গোস্বামী বলেছেন, ‘আইপিএলের ফলে এবার থেকে মহিলা ক্রিকেটে পেশাদারিত্ব আসবে। মহিলা ক্রিকেট খেলে যে ভালো রোজগার করা যায় তা প্রমাণিত হবে। সবাই হয়ত দেশের হয়ে খেলবে না। কিন্তু যারা আইপিএল খেলবে তারাও আর্থিকভাবে লাভবান হবে।’

চাকদহ এক্সপ্রেস আরও বলেন, ‘ঘরোয়া পর্যায়ে খেলা মহিলা ক্রিকেটাররা অনেক বেশি সুযোগ পাবে নিজেদের প্রতিভা প্রমাণ করার ক্ষেত্রে।বহু মহিলা ক্রিকেটারকে আমি চিনি যাদের মধ্যে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। এবার থেকে মেয়েদের আইপিএল সেই সমস্যাটা দূর করবে বলে মনে হয়।’

প্রথম বছরের মহিলা আইপিএলে ২২টি ম্যাচ হবে‌। মার্চের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে মহিলা আইপিএল। ফ্রাঞ্চাইজি গুলিকে হোম গ্রাউন্ড ঠিক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রথম বর্ষের আইপিএল শুধুমাত্র মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতে খেলা হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.