বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: হার্দিকের মতোই পিচে এত স্পিন দেখে অবাক কিউয়ি ক্যাপ্টেন স্যান্টনার

IND vs NZ: হার্দিকের মতোই পিচে এত স্পিন দেখে অবাক কিউয়ি ক্যাপ্টেন স্যান্টনার

মিচেল স্যান্টনার। ছবি- পিটিআই 

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। কনওয়ে এবং মিলেচেলর অর্ধশতরানে ভর করে বড় রান করে কিউই দল। বড় রান করেও স্বস্তিতে ছিলেন না কিউয়ি অধিনায়ক। ম্যাচ জিতে সেই অস্বস্তিকর পরিস্থিতির কথা জানালেন স্যান্টনার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই আটকে গেল ভারত। একদিনের সিরিজে ৩-০ হারের কিছুটা হলেও বদলা নিল কিউয়িরা। রাঁচিতে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচে শিশির বড় পার্থক্য গড়ে দিতে পারে বলেই এই সিদ্ধান্ত নেন হার্দিক। এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৭৬ রানের বড় ইনিংস খেলে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের কার্যত ল্যাজে গোবরে করে দেন কিউয়ি ব্যাটাররা। আর্শদীপ সিং-এর শেষ ওভারে ওঠে ২৭ রান। তাঁর নো বল করার রোগ যে সেরে ওঠেনি তা ফের স্পষ্ট হয়ে গেল। ৪৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ায় একটু চাপে ছিল নিউজিল্যান্ড। সেই সময় ম্যাচের হাল ধরেন ড্যারেল মিচেল। করেন অপরাজিত ৩০ বলে ৫৯ রান। এই ইনিংসই পার্থক্য গড়ে দিয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করার সময় বল অস্বাভাবিক রকম স্পিন হতে থাকে। যা নিয়ে বিস্ময় প্রকাশ করেন নিউজিল্যান্ড অধিনায়কও। ম্যাচের শেষে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, 'দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় বল অনেক টার্ন করেছে। একদিনের সিরিজে অনেক রান হওয়ার পর এটা দেখে ভালো লাগছিল।' নিউজিল্যান্ডের ১৭৬ রানের পরও কিউয়ি অধিনায়ক নিশ্চিন্ত ছিলেন না। তিনি বলেন, 'স্কোরবোর্ডে ১৭৬ রান করার পরও আমরা নিশ্চিন্ত ছিলাম না।' নিউজিল্যান্ড ব্যাটার মিচেলের ব্যাটে ভর করেই এই রানে পৌঁছায় নিউজিল্যান্ড। সতীর্থের প্রশংসা করে অধিনায়ক বলেন, 'ড্যারেল মিচেল অসাধারণ ব্যাট করেছে। ম্যাচের শুরুতে আমরা ভেবেছিলাম বল নেব। শিশির বড় সমস্যার মধ্যে ফেলতে পারে মনে হয়েছিল। কিন্তু তা হয়নি। পাওয়ার প্লের সময় নতুন বল অনেকটাই স্পিন করেছে।'

এদিন রাঁচির স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বের সেরা ফিনিশরের সামনে ম্যাচ ফিনিশ করতে পারলেন না হার্দিক পান্ডিয়ারা। ভারতের ব্যাটাররা সেই ভাবে দাঁড়াতেই এই পারেনি। সূর্যকুমার যাদব একটু চেষ্টা করেছিলেন, তবে তিনি ব্যর্থ হন। তবে ওয়াশিংটন করেন অর্ধশতরান করেন। কিন্তু তাঁর লড়াই কাজে লাগল না।

বন্ধ করুন