বাংলা নিউজ > ময়দান > AUS vs SA: দ্বিতীয় টেস্টে ধাক্কা অজিদের, আঙুলের চোটের জন্য নেই মিচেল স্টার্ক

AUS vs SA: দ্বিতীয় টেস্টে ধাক্কা অজিদের, আঙুলের চোটের জন্য নেই মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক। ছবি- এএফপি (AFP)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডং করার সময় হাতে চোট লাগে অস্ট্রেলিয়া দলের পেসার মিচেল স্টার্কের। পরে অবশ্য মাঠে নামেন তিনি। কিন্তু অজি দল সূত্রে খবর, সিডনি ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না এই পেসারকে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। সেই সিরিজের বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্ক বাঁ হাতের আঙুলে চোট পান। এরপর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। চোটের আকার এতটাই বড় যে, অজি দল সূত্রে খবর, তৃতীয় টেস্টে সম্ভবত পাওয়া যাবে না স্টার্ককে।

প্রথম দিনের খেলা তখন মধ্য গগনে। লং অনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন মিচেল। সেই সময় তাঁর দিকে আসা ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের মধ্যমাতে চোট পান তিনি। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন স্টার্ক। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের শেষের দিকে মাঠে ফিরে আসেন। মেলবোর্নের নেটে কিছুক্ষণ বল হাতে বেশ কিকছুক্ষণ অনুশীলনও করেন তিনি। তবে মাঠে ফিরে এলেও বল করেননি স্টার্ক।

আরও পড়ুন: ব্যাকলিফ্ট,পাওয়ার-হিটিং-এর উপর কাজ করেছি- নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন অশ্বিন

অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ম্যাচের দ্বিতীয় দিনের সকালে জানায়, স্টার্ককে খেলা চালিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এবং খেলার আগে তিনি নেটে ব্যাট করেছিলেন। তবে অজি ক্রিকেট বাের্ডের বিবৃতিতে বলা হয়েছে যে, ‘দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরে স্টার্কের চোটের পরিস্থিতি দেখা হবে। আদৌ পরের ম্যাচে খেলতে পারবে কিনা, তা এখনই ঠিক নয়। ম্যাচের পরই জানা যাবে। চোটের পরিস্থিতর উপর নজর রাখা হচ্ছে। এই ম্যাচের পর চোটের আকার দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন: অষ্টম উইকেটে অপরাজিত ৭১ শ্রেয়স-অশ্বিনের, জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়

যদি কোনও কারণে মিচেল স্ট্রাক খেলতে না পারেন বিকল্প তৈরি রাখছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্কোয়াডে দুইজন অতিরিক্ত ফাস্ট বোলার রয়েছে। যশ হ্যাজেলউড এবং ল্যান্স মরিস দুজনেই এমসিজিতে নেটে বল করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের আগে মরিসকে ডাকা হয়েছিল স্টার্কের পরিবর্তন হিসেবে। তিনি ২০১৯ সালের অ্যাসেজে পাঁচটি টেস্টের মধ্যে একটিতে নির্বাচিত হয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়া সিডনিতে তৃতীয় টেস্টের জন্য টেস্ট স্কোয়াডে আরেকজন স্পিনার যোগ করার কথাও বিবেচনা করতে পারে বলে জানা যাচ্ছে। কারণ সিডনিতে স্পিনাররা সুবিধা পাবেন। সেই কথা মাথায় রেখে তৃতীয় টেস্টে দলে অতিরিক্ত স্পিনার নেওয়ার পথে হাটতে চলেছে অজি টিম ম্যানেজমেন্ট। তবে যদি পরের ম্যাচে স্টার্ক ছিটকে যান, তাহলে বড় ধরণের সমস্যার মধ্যে পড়তে পারে অজি দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.