ভারত বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরের প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি তিনি। গত বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে আঙুলে চোট পান অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্ক । সম্প্রতি তিনি স্বীকার করেছেন দ্বিতীয় টেস্টের আগে তিনি নিজেকে যে অবস্থায় দেখতে চেয়েছিলেন সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পারেননি। এমন অবস্থায় চোট প্রায় সারিয়ে ওঠা ক্যামেরন গ্রিনের খেলার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।
মিচেল স্টার্ক জাতীয় দলের সঙ্গে ভারতে আসার পরিবর্তে বাড়িতে থেকেই বোলিং অনুশীলন করেন। রবিবার অস্ট্রেলিয়া থেকে উড়ে আসার পর স্টার্ক দিল্লিতে বোলিং অনুশীলন করেছেন। বুধবার অস্ট্রেলিয়া দলের মূল অনুশীলন শুরু হওয়ার আগে স্টার্ক স্বীকার করে নেন যে টেস্ট শুরু হওয়ার পরেও আরও দুদিন লাগবে তাঁর পুরোপুরি ফিট হতে। তিনি নিজেকে যে জায়গায় রাখতে চেয়েছিলেন সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পারেনি।
তিনি বলেন, 'ছয় সপ্তাহ ধরে রিহ্যাবে থাকার পরেও কিছুটা শক্তির অভাব রয়েছে। চোট অনেকটাই সেরে উঠেছে। তবে যে জায়গায় নিজেকে দেখতে চেয়েছিলাম সেখানে পৌঁছতে পারিনি। যতটা তাড়াতাড়ি সেরে উঠব ভেবেছিলাম সেটা হচ্ছে না। চোটের বিষয়টা চিকিৎসক কর্মীদের উপর অনেকটা নির্ভর করছে। দিনের শেষে তারা কি রকম দেখবে তা অনেকটা গুরুত্বপূর্ণ। তারপরে প্যাট ও নির্বাচকদেরও উপর অনেকটা নির্ভর করবে। সিলেকশনের জন্য আমি সবকিছু করতে রাজি।'
বুধবার কিছুক্ষণ ক্যাচ ও ব্যাটিং প্র্যাকটিস করার পর দীর্ঘক্ষন নেটে বোলিং করেন তিনি। অস্ট্রেলিয়ায় গত সপ্তাহে দুবার শর্ট রানআপে বোলিং করেছেন। ভারতে এসেও তাই করেন। অস্ট্রেলিয়ার ফিজিও নিক জোনস এবং নির্বাচক টনি ডোডেমাইডের সাথে দীর্ঘ আলোচনা করতে দেখা যায় মিচেলকে।
দ্বিতীয় ম্যাচের আগে মিচেলকে পুরোপুরি সারিয়ে তোলাই এখন অস্ট্রেলিয়ার কাছে বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর দিল্লি ম্যাচে বাড়তি গতি, বাঁহাতি বৈচিত্র্য এবং রিভার্স সুইংয়ের অতিরিক্ত সুবিধা পেতে চাইছে আজি বাহিনী।
অন্যদিকে চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার অনুশীলনে এদিন ফাস্ট বোলিং থ্রো ডাউনের মুখোমুখি হন। ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটোর সঙ্গে আলোচনা করতেও দেখা যায়। দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কি হয় সেটাই দেখার।