বাংলা নিউজ > ময়দান > দম বন্ধ করা ক্রীড়াসূচি, সাদা বলের ক্রিকেট থেকেই অবসর নিতে পারেন মিচেল স্টার্ক

দম বন্ধ করা ক্রীড়াসূচি, সাদা বলের ক্রিকেট থেকেই অবসর নিতে পারেন মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক।

অতিরিক্ত ক্রিকেটের চাপ কমাতে সাদা-বলের থেকে অবসরের ভাবনা মিচেল স্টার্কের। তাঁর কাছে প্রাধান্য লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ম্যাচ খেলা। ফলে তিনি সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে যে চিন্তাভাবনা করছেন, তা জানাতে ভুললেন না স্টার্ক।

শুভব্রত মুখার্জি

আন্তর্জাতিক ক্রিকেটে ঠাঁসা ক্রীড়াসূচি নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই ক্রীড়াসূচির চাপ ক্রিকেটারদের উপর পড়তে বাধ্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে আন্তর্জাতিক ক্রিকেটের অতিরিক্ত চাপ থেকে বাঁচতে অনেকেই অবসরের পথে হাঁটতে পারেন। সে রকমই ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার স্পিডস্টার মিচেল স্টার্ক। তাঁর কাছে প্রাধান্য লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ম্যাচ খেলা। ফলে তিনি সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে যে চিন্তাভাবনা করছেন, তা জানাতে ভুললেন না।

আরও পড়ুন: ওর টাচ ভালো ছিল না-পন্তের জন্য যে নেহরা সরব হয়েছিলেন, তিনিই বের করলেন খুঁত

৩২ বছর বয়সি পেসার অস্ট্রেলিয়ার দলে থাকা ৬ জন ক্রিকেটারের মধ্যে অন্যতম, যিনি তিনটি ফর্ম্যাটে খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরে স্টার্ক জানিয়েছেন, ‘সব সময় টেস্ট অগ্রাধিকার পাবে। সাদা বলের থেকে অনেকটাই এগিয়ে (টেস্ট ম্যাচ)। আমি সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব (অবসরের বিষয়ে)। আমার শরীর কেমন থাকে, তা দেখে সিদ্ধান্ত নেব। আমি নিজে কেমন অনুভব করছি আমার শরীরের বিষয়ে, তার উপর সব কিছু নির্ভর করছে।’

আরও পড়ুন: ম্যাচের সেরা হওয়ার রেকর্ডে বিরাটকে পিছনে ফেললেন সূর্য

তিনি আরও যোগ করেন, ‘আমার ফর্ম যদি ঠিক থাকে, ফিটনেস যদি ঠিক থাকে, দল যদি নির্বাচন করে, তবে অবশ্যই টেস্ট ক্রিকেট খেলতে চাই। তিন ফর্ম্যাটের ক্রিকেটার হিসেবে সব ম্যাচে খেলা সত্যিই কঠিন। একেবারে অসম্ভব বলা যায়।’ প্রসঙ্গত, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তিনি দীর্ঘ দিন আইপিএলে খেলছেন না। ২০১৫'র পর থেকে তিনি আইপিএলে খেলেননি।

বন্ধ করুন