সাত বছর পরে ফের বাইশ গজে টেস্ট ম্যাচের লড়াইয়ে নামবে ভারতের মহিলারা। ২০১৪ সালের পরে ফের টেস্ট খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। আর একদিন পরেই ব্রিস্টোল কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে টেস্ট ম্যাচ খেলবে মিতালি রাজ অ্যান্ড কোম্পানি। ম্যাচে খেলতে নামার আগে মিতালি রাজদের বিশেষ টিপস দিয়েছেন ভারতীয় দলের বর্তমান সহ অধিনায়ক ও বিরাটের ডেপুটি অজিঙ্কা রাহানে।
ভারতীয় দল ইংল্যান্ডে আসার আগে মুম্বইয়ে থাকাকালীন জুম মিটিং-এর মাধ্যমে ৫০ মিনিটের স্পেশাল সেশনের আয়োজন করা হয়েছিল, সেখানেই ভারতের মহিলা দলের সঙ্গে কথা বলেন রাহানে। তখনই বিশেষ কিছু টিপস দেন তিনি। রাহানে মিতালি রাজদের জানিয়েছেন, ছোট ছোট লক্ষ্য তৈরি করতে হবে। তারপর ধীরে ধীরে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাহানে প্রথম দিকে মহিলা ক্রিকেটারদের কভার ড্রাইভ মারতে মানা করেছেন।
মিতালি রাজদের রাহানে জানিয়েছিলেন, ‘প্রথমে ১৫ রানের লক্ষ্য তৈরি করবে এবং তারপর আরও ২৫ রানের লক্ষ্য এবং তারপর ৩০ রানের লক্ষ্য তৈরি করে এগিয়ে চলবে।’ রায়না আরও জানিয়েছেন ইংল্যান্ডের বৃষ্টির কথাও যেন সকলে মনে রাখেন।
এই আলোচনায় হরমনপ্রীত কাউর রাহানের কাছে প্রশ্ন করেন লম্বা পার্টনারশিপের পরে কার নামা উচিত। উত্তরে রাহানে জানান, যে নিজের খেলায় সুইচ অন আর অফ করতে পারেন তাঁরই সেই মুহূর্তে নামা উচিত। রাহানের মন্ত্র নিয়ে বাইশ গজে লাল বলের লড়াইয়ে বাজিমাত করতে তৈরি ভারতের মহিলা ক্রিকেট দল।
রাহানের সঙ্গে এই সেশনের আয়োজন করেছিলেন ভারতের মহিলা দলের হেড স্যার রামেশ পাওয়ার। তিনিও নিজের নানা টিপস দিয়েছিলেন এই সেশনে। ৫০ মিনিটের এই সেশনের কথা স্বীকার করেছেন সকলে। এখন দেখার রাহানের এই টিপসকে মিতালি রাজ অ্যান্ড কোম্পানি কতটা কাজে লাগায়।