শুভব্রত মুখার্জি: সদ্য সমাপ্ত আইসিসি মহিলা বিশ্বকাপের কয়েকমাস পরেই ক্রিকেটের ২২ গজকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়িকা মিতালি রাজ। এবার কি সেই সিদ্ধান্তই বদলে ফেলতে চলেছেন তিনি ! অনেকটা সেরকম ইঙ্গিত দিয়ে মিতালির স্পষ্ট দাবি, দরকার পড়লে অবসর ভেঙে মহিলা আইপিএলে ফিরতে চান তিনি।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিতালি মহিলাদের আইপিএলে খেলার কথা বলেছেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইশা গুহকে দেওয়া সাক্ষাৎকারে মিতালি জানিয়েছেন, ‘আমার ফের খেলার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। মহিলাদের আইপিএল শুরু হওয়ার আগে কয়েক মাস সময় রয়েছে আমার হাতে। এই প্রতিযোগিতার প্রথম বছরে খেলতে পারলে আমার বেশ ভালোই লাগবে।’
আরও পড়ুন… W,W,W,W,1,6: শেষ ওভারে দরকার ছিল ৭ রান, পরপর চার উইকেট হারিয়েও নাটকীয় জয় রোমার, ভিডিয়ো
অবসর জীবন কেমন কাটছে তা নিয়ে মিতালি জানিয়েছেন, ‘অবসর নেওয়ার পর জীবন কিছুটা ধীরগতিতে চলছে। এখন আর সারা দিনের পরিকল্পনা করতে হয় না। আগামী সপ্তাহ বা সিরিজের কথা ভাবতে হয় না। অবসর নেওয়ার পরেই আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম। সুস্থ হওয়ার পর সিনেমার প্রচারের কাজে কিছু দিন ব্যস্ত ছিলাম।’ প্রসঙ্গত চলতি মাসেই মিতালির বায়োপিক বা ‘শাবাশ মিঠু’ মুক্তি পেয়েছে। যে ছবির প্রচারে তিনি এসেছিলেন কলকাতাতেও।
২৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মিতালি। অবসর জীবন নিয়ে মিতালি আরও জানিয়েছেন, ‘অবসর নিলেও ব্যস্ততা কমেনি খুব একটা। ক্রিকেটজীবনের মতোই রয়েছে এই ব্যস্ততা। তবে ব্যস্ততা যখন থাকবে না, তখন বুঝতে পারব অবসর জীবনটা ঠিক কী রকম। হয়তো সেটাকে তখন সম্পূর্ণ উপভোগ করতে পারব।’
আরও পড়ুন… W,W,W,W,1,6: শেষ ওভারে দরকার ছিল ৭ রান, পরপর চার উইকেট হারিয়েও নাটকীয় জয় রোমার, ভিডিয়ো
মিতালি আর ও জানিয়েছেন, ‘শেফালির(ভার্মা) খেলার বড় ভক্ত। ও এমন একজন ক্রিকেটার, যে একার হাতে ভারতকে ম্যাচ জেতাতে পারে। যে কোনও দল, যে কোনও বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলার সক্ষমতা রয়েছে ওর। শেফালির মতো ক্রিকেটার একটা প্রজন্মে একজনই হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।