বাংলা নিউজ > ময়দান > WC-এর পর কি অবসর নেবেন মিতালি? নিজেই আপডেট দিলেন ভারতীয় দলের অধিনায়ক

WC-এর পর কি অবসর নেবেন মিতালি? নিজেই আপডেট দিলেন ভারতীয় দলের অধিনায়ক

মিতালি রাজ।

২২ বছর আগে প্রথম বিশ্বকাপর দলে সুযোগ পান মিতালি। যদিও অসুস্থতার জন্য খেলতে পারেননি সে বার। ২০০৫ সালে অবশ্য তাঁর নেতৃত্বেই ভারত বিশ্বকাপ খেলেন। কিন্তু কখনও এই ট্রফি জিততে পারেননি ৩৯ বছরের তারকা ক্রিকেটার। এই আক্ষেপটাই এ বার মিটিয়ে নিজের ক্রিকেট কেরিয়ারের বৃত্তটা পূরণ করে ফেলতে চান মিতালি।

১৯৯৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মিতালি রাজের। তার পর দু'যুগ হতে চলল। নিজের কেরিয়ারের বৃত্ত প্রায় পূরণ করে এনেছেন মিতালি রাজ। ২২ বছর আগে প্রথম বিশ্বকাপর দলে সুযোগ পেয়েছিলেন মিতালি। যদিও অসুস্থতার জন্য খেলতে পারেননি সে বার। ২০০৫ সালে অবশ্য তাঁর  নেতৃত্বেই ভারত বিশ্বকাপ খেলে। কিন্তু কখনও এই ট্রফি জিততে পারেননি ৩৯ বছরের তারকা ক্রিকেটার। এই আক্ষেপটাই এ বার মিটিয়ে নিজের ক্রিকেট কেরিয়ারের বৃত্তটা সম্পূর্ণ করে ফেলতে চান মিতালি। তার মানে কি বিশ্বকাপের পর কি অবসর নিতে চলেছেন মিতালি?

আইসিসি-র তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, সেখানে মিতালি বলেছেন, ‘২০০০ বিশ্বকাপ দিয়ে একটি জার্নি শুরু হয়েছিল। সেটাও নিউজিল্যান্ডে। টাইফয়েডের কারণে সেই বিশ্বকাপ অবশ্য মিস করে যাই। এখন অবশ্য একটা বৃত্ত সম্পূর্ণ করে যাত্রা শেষ করার অপেক্ষায় রয়েছি।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমি এখন সামনের দিকেই তাকাচ্ছি। আশা করছি, আমার সব প্লেয়াররা ভালো পারফরম্যান্স করবে এবং অধরা ট্রফি আমরা স্পর্শ করতে পারব।’ আসলে বিশ্বকাপ জিতেই ক্রিকেটকে সম্ভবত বিদায় জানাতে চাইছেন মিতালি। গত ২২ বছরের না পাওয়ার আক্ষেপটা মিটিয়ে নিজের কেরিয়ারের বৃত্তটা সম্পূর্ণ করতে চাইছেন তিনি।

ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি ওয়ানডে সিরিজ ১-৪ ব্যবধানে বাজে ভাবে হেরেছে। কিন্তু দলটি ধারাবাহিক ভাবে ২৫০-এর বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। মিতালি রাজ দাবি করেছেন, ৪ মার্চ থেকে ৩ এপ্রিল বিশ্বকাপের সময় আরও ভাল করতে মরিয়া রয়েছে টিম ইন্ডিয়া। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের জন্য দল হিসেবে আমরা উন্নতি করার জন্য আগের সিরিজে এবং তার আগেও পরিশ্রম করেছি এবং ভুলত্রুটিগুলোর উপর কাজ করেছি।’

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘তবে হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সফরের সময় কিছুটা উদ্বেগ ছিল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে, দলটি ধারাবাহিকভাবে ২৫০-এর উপরে স্কোর করেছে। আমরা বিশ্বকাপে এর থেকেও বেশি ভালো পারফরম্যান্স করতে চাই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.