বাংলা নিউজ > ময়দান > অবসর ভেঙে টেস্টে ফিরছেন মইন আলি, অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলে ধোনির সতীর্থ

অবসর ভেঙে টেস্টে ফিরছেন মইন আলি, অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলে ধোনির সতীর্থ

ইংল্যান্ড দলে ধোনির সতীর্থ মইন আলি (ছবি-টুইটার)

১৬ জুন ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে খেলতে নামবে ইংল্যান্ড। এই সিরিজের আগে ব্রিটিশদের জন্য দারুণ একটি খবর সামনে এসেছে। আসলে অবসর থেকে ইউ-টার্ন নিয়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি।

অ্যাশেজের আগেই বড় ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। তাদের তারকা স্পিনার জ্যাক লিচ চোটের কারণে ছিটকে গিয়েছেন আগেই। জানা গিয়েছিল তাঁর পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়েছিলেন লিচ। এর মাঝেই দারুণ একটা খবর এল ইংল্যান্ড শিবিরে। ১৬ জুন ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে খেলতে নামবে ইংল্যান্ড। এই সিরিজের আগে ব্রিটিশদের জন্য দারুণ একটি খবর সামনে এসেছে। আসলে অবসর থেকে ইউ-টার্ন নিয়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি।

আরও পড়ুন… UAE vs WI ODI: মরু দেশে চার্লস ও কিং-এর ব্যাটিং ঝড়, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দখল

অ্যাশেজের জন্য ইংল্যান্ডের দলে জায়গা পেয়েছেন তিনি। আহত স্পিনার জ্যাক লিচের স্থলাভিষিক্ত হবেন মইন আলি। দলের অভিজ্ঞ বোলার জ্যাক লিচ খারাপভাবে আহত হওয়ায় মইন আলিকে বিবেচনা করা হয়েছিল কারণ লিচে অ্যাশেজ সিরিজে খেলতে পারবেন না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর জ্যাক লিচ পিঠের ব্যথায় ভুগছিলেন এবং স্ক্যান করে জানা গিয়েছে যে তাঁর স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট অলরাউন্ডার মইন আলির সঙ্গে যোগাযোগ করে তাঁকে অবসর প্রত্যাহারের অনুরোধ জানায়। মইন এতে রাজি হয়েছেন এবং এখন তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে।

আরও পড়ুন… তিন বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়ে রোনাল্ডোর প্রতিপক্ষ করিম বেঞ্জেমা

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মইন আলি। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার ৬৪ ম্যাচ খেলে ২৮.২৯ গড়ে ২,৯১৪ রান করেছেন।

তিনি তাঁর টেস্ট ক্যারিয়ারে ১৯৫টি উইকেটও নিয়েছেন। অক্টোবরে, ইংলিশ স্পিনার বলেছিলেন যে প্রধান কোচ ম্যাককালাম টেস্ট ক্রিকেটে ফিরে আসার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এখন আর না করেননি, দলের অসময়ে টিমে ফিরতে রাজি হয়েছেন মইন আলি।

আরও পড়ুন… অ্যাশেজের আগেই ধাক্কা ইংল্যান্ড শিবিরে, ছিটকে গেলেন দলের প্রধান স্পিনার

অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দল,

বেন স্টোকস (অধিনায়ক), অলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জ্যাক ক্রাওলি, ম্যাথিউ পটস, অলি রবিনসন, ড্যান লরেন্স, ক্রিস ওকস, মার্ক উড, জোশ টাঙ্গ , মইন আলি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন