বাংলা নিউজ > ময়দান > ১৭ বছর পর পাকিস্তান যাচ্ছেন ইংল্যান্ড, অধিনায়কত্ব করবেন মইন আলি

১৭ বছর পর পাকিস্তান যাচ্ছেন ইংল্যান্ড, অধিনায়কত্ব করবেন মইন আলি

মইন আলি এ বার ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক।

১৪ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছে যাবে ইংল্যান্ড। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের নির্ধারিত শেষ দিনের দু'দিন পরেই। ২০ সেপ্টেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ। আর এই সফরেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মইন আলি।

১৭ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড। আর সেই সফরে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে চলেছেন মইন আলি। ব্রিটিশদের পূর্ণকালীন অধিনায়ক জোস বাটলারের চোট রয়েছে। তিনি পরের মাসে দলে ফেরার জন্য লড়াই করছেন।

বাটলার গত সপ্তাহে কাফ মাসেলে চোটের কারণে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। এবং এখন তিনি চোট সারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে মরিয়া। তার প্রস্তুতিই চালাচ্ছেন বাটলার। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন: বিশ্রী হারের সঙ্গে বড় ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন প্রোটিয়া তারকা

১৪ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছে যাবে ইংল্যান্ড। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের নির্ধারিত শেষ দিনের দু'দিন পরেই। ২০ সেপ্টেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ। আর এই সফরেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মইন আলি।

জুন থেকে পাকিস্তানে বন্যার কারণে প্রাণ হারিয়েছে প্রায় ১,১০০ মানুষ। তা সত্ত্বেও সফরটি পরিকল্পনা অনুযায়ী চলবে। ২০০৫ সালের পর এই প্রথম বার ইংল্যান্ডের কোনও সিনিয়র পুরুষ দল পাকিস্তান সফর করছে। নিরাপত্তার কারণে পাকিস্তানে এত দিন কোনও ক্রিকেট দল সফর করেনি। তার বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলত বিভিন্ন টিম। তবে সম্প্রতি অবস্থার পরিবর্তন হয়েছে। এবং বিভিন্ন টিম পাকিস্তান সফরে যাচ্ছে।

আরও পড়ুন: তিন ফর্ম্যাট মিলিয়ে এক নম্বরে অ্যান্ডারসন, কেড়ে নিলেন ম্যাকগ্রার বিশ্বরেকর্ড

ইংল্যান্ড গত শীতে পাকিস্তানে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সম্মত হয়েছিল। কিন্তু তার আগেই পাকিস্তানে সফরকারী নিউজিল্যান্ড দলকে বেনামী প্রাণঘাতের হুমকি দেওয়া হয়। যাপ জেরে সফর বাতিল করে নিউজিল্যান্ড। সেই কারণে ইংল্যান্ড পাকিস্তান সফরে যাওয়া বাতিল করে দেয়। তবে শেষ পর্যন্ত এই বছর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড।

জুন মাসে ইয়ন মর্গানের অবসরের পর থেকে বাটলারের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মইন আলি। এবং এর আগে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ৩৫ বছরের ব্রিটিশ তারকা কিন্তু অতীতে পাকিস্তান সুপার লিগেও খেলেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.