বাংলা নিউজ > ময়দান > 'সুপারহিট' দলের সুপারফ্লপ ক্যাপ্টেন, কবে রান করবেন ICC-র সেরা অল-রাউন্ডার?

'সুপারহিট' দলের সুপারফ্লপ ক্যাপ্টেন, কবে রান করবেন ICC-র সেরা অল-রাউন্ডার?

ব্যাট হাতে ব্যর্থ নবি। ছবি- এএফপি (AFP)

বল হাতে টুকিটাকি উইকেট নিলেও অন্যতম সেরা ক্রিকেটারের কাছ থেকে যে রকম পারফর্ম্যান্স আশা করে দল, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ তারকা অল-রাউন্ডার।

আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-২০ অল-রাউন্ডার হলেন মহম্মদ নবি। তবে আফগান দলনায়কের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম উল্লেখ করার মতো নয় মোটেও। বল হাতে টুকিটাকি উইকেট তুলছেন বটে। তবে অন্যতম সেরা ক্রিকেটারের কাছ থেকে যে রকম পারফর্ম্যান্স আশা করে দল, নবি সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না মোটেও।

যদিও তা সত্ত্বেও চলতি এশিয়া কাপে আফগানিস্তানের পারফর্ম্যান্স রীতিমতো চমকপ্রদ। আয়ারল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-২০ সিরিজ হারতে হলেও, সেই খারাপ পারফর্ম্যান্স থেকে ঘুরে দাঁড়িয়েছ তারা। বি-গ্রুপের ২টি ম্যাচে আফগানরা পরাজিত করে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরের যোগ্যতা অর্জন করে।

এশিয়া কাপের ভারত বনাম হংকং ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

শুধু ক্যাপ্টেন নবির ব্যাটিং পারফর্ম্যান্সে উন্নতি হয়নি একটুও। আয়ারল্যান্ড সফরের ৫টি ম্যাচে নবির ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ৫, ৯, ৬, ৫ ও ০ রান। অর্থাৎ, পাঁচ ম্যাচে সাকুল্যে ২৫ রান সংগ্রহ করেন নবি। এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাট করার প্রয়োজন হয়নি আফগান দলনায়কের। দ্বিতীয় ম্যাচে নবি আউট হন ৮ রান করে। সুতরাং, শেষ ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মহম্মদ নবির ব্যক্তিগত সংগ্রহ মোটে ৩৩ রান। এই ৭টি ম্যাচে নবির ব্যাটিং ও বোলিং পারফর্ম্যান্সে চোখ রাখা যাক-

আরও পড়ুন:- India vs Pakistan: ভারতের বিরুদ্ধে ম্যাচ হেরে উঠে শাস্তি পেতে হল বাবরদের, জিতেও শাস্তি এড়াতে পারলেন না রোহিতরা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০:
ব্যাটিং: ৫ রান
বোলিং:  ২৭ রানে ১ উইকেট

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০:
ব্যাটিং: ৯ রান
বোলিং: ১৫ রানে ২ উইকেট

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০:
ব্যাটিং: ৬ রান
বোলিং: ৩৮ রানে ১ উইকেট

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০:
ব্যাটিং: ৫ রান
বোলিং: বোলিং করেননি

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০:
ব্যাটিং: ০ রান
বোলিং: বোলিং করেননি

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ:
ব্যাটিং: ব্যাট করেননি
বোলিং: ১৪ রানে ২টি উইকেট

বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ:
ব্যাটিং: ৮ রান
বোলিং: ২৩ রান খরচ করে কোনও উইকেট পাননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন