বাংলা নিউজ > ময়দান > Rizwan goes Viral in USA: আমেরিকায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নমাজ আদায় পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের, ভাইরাল দৃশ্য

Rizwan goes Viral in USA: আমেরিকায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নমাজ আদায় পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের, ভাইরাল দৃশ্য

মহম্মদ রিজওয়ান

ক্রিকেটের ফাঁকে পড়াশোনায় মন পাকিস্তানি তারকা মহম্মদ রিজওয়ান। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে 'এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রম'-এ যোগ দিয়েছেন তিনি এবং বাবর আজম। গত ৩ জুন তাঁদের কোর্স শেষ হয়েছে। তবে এখনও বস্টনে ছুটি কাটাচ্ছেন রিজওয়ান। 

ক্রিকেটের ফাঁকে পড়াশোনায় মন পাকিস্তানি তারকা মহম্মদ রিজওয়ান। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে 'এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রম'-এ যোগ দিয়েছেন তিনি এবং বাবর আজম। গত ৩ জুন তাঁদের কোর্স শেষ হয়েছে। তবে এখনও বস্টনে ছুটি কাটাচ্ছেন রিজওয়ান। সেখানেই সম্প্রতি রাস্তার পাশে ফুটপাথে নমাজ আদায় করতে দেখা গেল তাঁকে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই দৃশ্যকে 'সুন্দর' বলে আখ্যা দিয়েছেন।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো রঙের জ্যাকেট পরে রয়েছেন রিজওয়ান। রাস্তায় কালো রঙের গাড়ি দাঁড় করিয়ে পাশের ফুটপাথে তিনি নমাজ আদায় করছেন। এদিকে সম্প্রতি ওড়িশার দুর্ঘটনায় শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রিজওয়ান। মর্মান্তিক সেই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন তিনি। তাছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পাক উইকেটরক্ষক। রিজওয়ান টুইটে লেখেন, ‘যেকোনও মানুষের মৃত্যুই সবসময় বেদনাদায়ক। আমার হৃদয় এবং প্রার্থনা ভারতে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে রয়েছে।’

প্রসঙ্গত, মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমদের সঙ্গে হারভার্ড বিজনেস স্কুলে যোগ দিয়েছিলেন আরও জনপ্রিয় সব ক্রীড়াবিদরা। কাকা, জেরার্ড পিকে, ক্রিস পল এবং পল গ্যাসোল রিজওয়ান-বাবরদের সঙ্গে কোর্স করেন। এদিকে আমেরিকায় নিজের সময় উপভোগ করলেও নিজের ধর্মীয় বিশ্বাস ধরে রাখছেন রিজওয়ান। এই আবহে উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই রিজওয়ানের নমাজ আদায়ের ভিডিয়োর প্রশংসা করেছেন।

এদিকে রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। এই আবহে পাকিস্তানের পক্ষে এশিয়া কাপ আয়োজন কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। এই আবহে পাকিস্তান নিজেরাই এশিয়া কাপ থেকে সরে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুসারে, পাকিস্তান তার নিজের দেশে ৩ বা চারটি এশিয়া কাপ ম্যাচ আয়োজন করবে এবং ভারত পাকিস্তানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলি খেলবে। কিন্তু বিসিসিআই এর জন্য প্রস্তুত ছিল না। পরে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানও বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোর্ডকে সমর্থন করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.