বাংলা নিউজ > ময়দান > WTC Final 2023- অজিদের ত্রাস হতে পারেন বাংলার তারকা, মনে করেন প্রাক্তনী গিলেসপি

WTC Final 2023- অজিদের ত্রাস হতে পারেন বাংলার তারকা, মনে করেন প্রাক্তনী গিলেসপি

মহম্মদ শামি। ছবি- পিটিআই  (PTI)

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর এই ম্যাচে অজিদের চাপে ফেলতে পারেন মহম্মদ শামি। এমনটাই মনে করছেন প্রাক্তন অজি ক্রিকেটার গিলেসপি।

বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই নিজেদের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই ম্যাচের আসর বসতে চলেছে ইংল্যান্ডের ওভালে। সেখানে পিচ কেমন হতে চলেছে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে ইংল্যান্ডের যেকোনও মাঠের পিচে জোরে বোলাররা স্বাভাবিকভাবে সাহায্য পেয়ে থাকে। সেক্ষেত্রে ভারতের অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ শামি ভয়ংকর হয়ে উঠতে পারেন বলেই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার জেসন গিলেসপি। তিনি জানান শুরু থেকে পিচে যদি বল নাড়াচাড়া করে করে তাহলে শামি অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যায় ফেলবেন।

এই ম্যাচ খেলতে নামার আগে চোট আঘাতের সমস্যায় ভুগছে ভারতীয় দল। বোলিংয়ের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহ দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। তার ফলেই এই ম্যাচের পেস বোলিং বিভাগের দায়িত্ব এসে পড়বে মহম্মদ শামির উপর। বাংলার এই জোরে বোলার দুরন্ত ছন্দেও রয়েছেন। সদ্য শেষ হওয়া আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। লাল বলেও তার বোলিং দক্ষতাও সকলে জানেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১টি টেস্ট ম্যাচে তিনি নিয়েছেন ৪০টি উইকেট। অজিদের বিরুদ্ধে রয়েছে তাঁর ক্রিকেটীয় জীবনে সবথেকে সেরা বোলিং করেছেন। মাত্র ৫৬ রান দিয়ে ছয়টি উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

অন্যদিকে ইংল্যান্ডের মাটিতেও প্রায় সমানভাবে সফল তিনি। ব্রিটিশদের বিরুদ্ধে ১৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৮টি উইকেট। নিজের সেরা দিনে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে একাই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা যে শামির রয়েছে তা বহুবার প্রমাণিত। শামিকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার জেসন গিলেসপি বলেন, 'শামি আমাকে বারবার মুগ্ধ করে। ওর রানআপ আমার খুব ভালো লাগে। ও ভারতের হয়ে দুর্দান্ত কাজ করে চলেছে। ও যেভাবে বলের সিমকে কাজে লাগায় তা সত্যিই অসাধারণ। বল কে খুব সুন্দর ভাবে ছাড়েও। ওর কব্জি এবং আঙুল বলের পিছনে থাকে এবং ডেলিভারি সম্পূর্ণ হওয়া পর্যন্ত তা একই জায়গায় থেকে যায়। ও বলকে সিমের সাহায্যে নড়াচড়া করার সুযোগ তৈরি করে দেয়। ও সঠিক কন্ডিশনে বল সুইং করাতে পারে।'

এখানে না থেমে তিনি আরও বলেন, 'আমি মনে করি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ও বড় ভূমিকা পালন করতে চলেছে। পিচে যদি শুরু থেকে বল নাড়াচাড়া করতে থাকে তাহলে অস্ট্রেলিয়ান ব্যাটারদের বিপদের মুখে ফেলবে শামি। আমি মনে করি শামি একজন দুর্দান্ত বোলার।'

জোরে বোলিং বিভাগে মহম্মদ শামির সঙ্গে সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও শার্দুল ঠাকুর। এখন এটাই দেখার ভারত প্রথম একাদশে কত জন জোরে বলার নিয়ে খেলতে নামে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.