বাংলা নিউজ > ময়দান > Mohammad Shami-Axar Patel: পাত্তা দেননি অক্ষরকে, 'ইগো'-র জ্বালা মেটাতে অজিদের ছক্কা! ফাঁস শামির

Mohammad Shami-Axar Patel: পাত্তা দেননি অক্ষরকে, 'ইগো'-র জ্বালা মেটাতে অজিদের ছক্কা! ফাঁস শামির

অক্ষর প্যাটেল ও মহম্মদ শামি। ছবি টুইটার

ভারতের হয়ে প্রথম টেস্টে ব্যাট করার সময়ে ৪৭ বলে ৩৭ রান করেছিলেন তিনি। হাঁকিয়েছিলেন পরপর বেশ কয়েকটি ছক্কা। সেই ব্যাটিংয়ের রহস্য ফাঁস করে শামি। জানালেন, তাঁর 'ইগোতে' আঘাত দাগার কারণেই তিনি অক্ষর প্যাটেলের উপদেশকে উপেক্ষা করে ছক্কা হাঁকাতে উদ্যোগী হন।

শুভব্রত মুখার্জি: নাগপুরে প্রথম টেস্ট মাত্র তিনদিনে জিতে নিয়েছে ভারতীয় দল। ১৩২ রানের বিরাট ব্যবধানে জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। চার ম্যাচের সিরিজে দ্বিতীয় টেস্টে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দিল্লিতে। তার আগেই প্রথম টেস্টের এক অজানা কাহিনি ফাঁস করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। ভারতের হয়ে প্রথম টেস্টে ব্যাট করার সময়ে ৪৭ বলে ৩৭ রান করেছিলেন তিনি। হাঁকিয়েছিলেন পরপর বেশ কয়েকটি ছক্কা। সেই ব্যাটিংয়ের রহস্য ফাঁস করে শামি। জানালেন, তাঁর 'ইগোতে' আঘাত দাগার কারণেই তিনি অক্ষর প্যাটেলের উপদেশকে উপেক্ষা করে ছক্কা হাঁকাতে উদ্যোগী হন।

ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৩ রানের লিড নিয়েছিল। নবম উইকেটে শামিকে সঙ্গী করে অক্ষর ৫২ রান যোগ করেছিলেন। শামি ৩৭ রান করেছিলেন। ম্যাচ শেষে অক্ষর প্যাটেলের সঙ্গেই এক আলোচনায় শামি, অক্ষরের উপদেশকে উপেক্ষা করে পরপর ছয় মারার কারণ ব্যাখ্যা করেছেন। অক্ষরকে বলতে শোনা যায় 'আজকে আমাদের সঙ্গে রয়েছেন নাগপুর থেকে মি: লালা। আপনি কী ভাবছিলেন মি: লালা?' যার উত্তরে শামি জানান 'কিছু ভাবছিলাম না বন্ধু। তুমি তো ওখানে (ম্যাচে) ব্যাট করছিলে। আমার একটাই কাজ ছিল তাই না? আর তা হল যতক্ষণ সম্ভব তোমার সঙ্গে উইকেটে টিকে থাকা। ধৈর্য্য দেখানো উচিত ছিল। কিন্তু সেটাই তো আমার দ্বারা হচ্ছিল না।'

অক্ষর প্যাটেল ম্যাচে ১৭৪ বলে ৮৪ রান করেন। প্যাট কামিন্সের স্লো অফ কাটার বুঝতে না পেরে আউট হয়ে যান তিনি। এর আগ ৪৭ বলে ৩৭ রান করেন শামি। এরপর শামিকে,অক্ষর বলেন 'আমি তো তোমাকে বলেছিলাম যে শান্ত হয়ে যাও। তোমাকে ধৈর্য্য দেখাতে বলেছিলাম। তবে তুমি ধৈর্য্য না ধরে ছয় হাঁকাও। আমি ফের তোমাকে এক কথা বলি। তারপর ফের তুমি ৬ মারো।' যার উত্তরে শামি বলেন 'আমার ইগোতে আঘাত লাগছিল। তাই আমি এমন করেছি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন