ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজ এখনও পর্যন্ত জিম্বাবোয়েতে দুটি ম্যাচ খেলেছেন,যেখানে তিনি নতুন বলে ভারতের বোলিংকে নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে সিরাজ ৮ ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। দুটি মেডেন ওভারও করেছেন তিনি। জিম্বাবোয়েতে চলতি ওয়ানডে সিরিজে নিজের সাফল্যের চাবিকাঠি হিসেবে ধারাবাহিকভাবে মাঠে নামার ওপর জোর দিয়েছেন মহম্মদ সিরাজ।
মহম্মদ সিরাজ বলেন,ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডেও ভালো বোলিং করেছি,প্রথম ম্যাচেও ভালো মোমেন্টাম ছিল। তাই আমি উইকেট পাব কি না তা নিয়ে চিন্তা করি না।আমার পরিকল্পনা ছিল ধারাবাহিকভাবে একটি জায়গায় বল করে যাওয়া। মহম্মদ সিরাজ আরও বলেন, আমি শুধু নিজের উপর বিশ্বাস রেখেছিলাম,কারণ উত্থান-পতন সকলের জীবনের অংশ। তাই আমি শুধু বিশ্বাস রেখেছিলাম যে সাদা বল হোক আর লাল বলই হোক, ভাল খেলতেই হবে।
আরও পড়ুন… রোহিতদের উপহাস করার উত্তর পেলেন ওয়াকার ইউনিস! ভারতীয় ভক্তরা দিলেন কড়া জবাব
মহম্মদ সিরাজ বলেন,‘আমি শুধু সঠিক জায়গায় বল করতে চেয়েছিলাম এবং প্রতিপক্ষ দলকে চাপে রাখতে ডট বল করতে চেয়েছিলাম। নতুন বল দিয়ে শুরু করে,আমি বেশ কয়েকবার উইকেটের জন্য গিয়েছিলাম,কিন্তু আপনি জানেন যে সাদা বল বেশি সুইং করে না,তাই আমি একটানা একটা জায়গায় বল করি এবং মেডেন ওভার বল করার পরিকল্পনা করেছিলাম।’
আরও পড়ুন… এই সময় 'বল করতেই হবে', IPL-র আগেই T20-তে যুজির ফেরার ছক তৈরি করেছিলেন রোহিত
হারারেতে এ পর্যন্ত দুটি ওয়ানডেতে সিরাজ চারটি মেডেন বোলিং করেছেন এবং এক প্রান্ত থেকে যে চাপ প্রয়োগ করেছেন তা তাকে অন্য প্রান্তে উইকেট পেতে সাহায্য করেছে। ভিভিএস লক্ষ্মণের ভূমিকা নিয়েও কথা বলেছেন মহম্মদ সিরাজ। তিনি বলেন,‘প্রথমবার যখন আমি নির্বাচিত হই তখন লক্ষ্মণ স্যার সানরাইজার্স হায়দরাবাদের অংশ ছিলেন। তিনি আমার দক্ষতা বোঝেন এবং আমাকে অনেক আত্মবিশ্বাস দেন। যখন একজন কোচ আপনার পাশে থাকে তখন ভালো লাগে।’