দিল্লিতে শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ। নাগপুর টেস্ট ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচ প্রথম টেস্টের থেকে বেশ কিছুটা হলেও ভালো করেছে অজিরা। দ্বিতীয় ম্যাচের প্রথম দিন বিভিন্ন ঘটনায় সাক্ষী থাকল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। খেলার শুরুতে ব্যাট করতে গিয়ে আহত হন ডেভিড ওয়ার্নার। খেলা বন্ধ থাকে প্রায় দশ মিনিট। অন্যদিকে আরও একটি ঘটনায় মহম্মদ শামির ব্যবহার মন কেড়ে নেয় দর্শকদের।
খেলা চলাকালীন দেখা যায় এক সমর্থক হঠাৎ মাঠের ভিতর প্রবেশ করে পিচের দিকে ছুটে যান। পিছনে ছুটতে দেখা যায় এক নিরাপত্তারক্ষীকে। সামনের দিক থেকে আরও কয়েকজন এসে ধরে ফেলেন সেই সমর্থককে। প্রায় মারতে মারতে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। তখন শামি এসে নিরাপত্তারক্ষীদের বলেন, ভালোভাবে তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে। এই ঘটনায় দর্শকদের মন কেড়ে নেয়।
ভারতীয় দলের ক্রিকেটারদের এমন মানসিকতার প্রমাণ এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে। সে মহেন্দ্র সিং হোক বা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। সব কিছুতেই ভারতীয় ক্রিকেটারদের এমন মানসিকতা ধরা পড়ে।
নাগপুরে ম্যাচে লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিন কিছুটা হলেও ভালো শুরু করে অস্ট্রেলিয়া। ৮১ রানের মূল্যবান ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ওপেনার খোয়াজা। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পিটার হ্যান্ডসকম্ব ১৪২ বলে ৭২ রান করেন। ভালো শুরু করলেও দিনের শেষের দিকে দাপট দেখাতে শুরু করে ভারতীয় বোলাররা। ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
প্রথম দিনে অস্ট্রেলিয়াকে অলআউট করার পিছনে মহম্মদ শামির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দিন চারটি উইকেট তুলে নেন তিনি। শামি তুলে নেন ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেডে গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়াও ম্যাথিউ ও ন্যাথন লিঁয়কেও ফিরিয়ে দেন তিনি। অন্যদিকে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট নিয়েছেন। রবিচন্দ্র অশ্বিনও তিনটি উইকেট নেন।
দিনের শেষে ব্যাট করতে নেবে ভারত ৯ ওভার খেলে করেছে ২১ রান। প্রথম দিনের শেষে ক্রিজে অপরাজিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল।