বাংলা নিউজ > ময়দান > Mohammed Shami's T20 Future: চুলোয় যাক ফর্ম, বয়সের জন্য ভারতের T20 দলের ভাবনায় নেই শামি: রিপোর্ট

Mohammed Shami's T20 Future: চুলোয় যাক ফর্ম, বয়সের জন্য ভারতের T20 দলের ভাবনায় নেই শামি: রিপোর্ট

মহম্মদ শামি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Mohammed Shami's T20 Future: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতীয় জার্সিতে টি-টোয়েন্টি খেলেননি মহম্মদ শামি। আইপিএলে ভালো খেললেও ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি। রিপোর্ট অনুযায়ী, বয়সের কারণেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বয়স হচ্ছে মহম্মদ শামির। সেজন্য তাঁকে ভারতের টি-টোয়েন্টি দলের জন্য বিবেচনা করা হচ্ছে না। একটি সংবাদমাধ্যমে এমনই জানিয়েছেন নির্বাচক কমিটির এক সদস্য। নির্বাচক কমিটির ওই সদস্যের দাবি, টেস্টের জন্য শামিকে তাজা রাখতে সেই পথে হাঁটছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যা ইতিমধ্যে শামিকে জানানো হয়েছে।

ইনসাইডস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচক কমিটির এক সদস্য বলেছেন যে 'শামির বয়স কমছে না। টেস্টের জন্য ওকে তাজা রাখা দরকার। সেজন্য ওকে টি-টোয়েন্টিতে বিবেচনা করা হচ্ছে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে (২০২১ সালের) টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ওর সঙ্গে আলোচনা হয়েছিল। সেভাবেই আপাতত এগিয়ে যাওয়া হবে। আপাতত টি-টোয়েন্টির জন্য (ভারতীয় দলের) পরিকল্পনায় নেই ও। (টি-টোয়েন্টির জন্য) তরুণদের উপর নজর দেওয়া হচ্ছে।'

আরও পড়ুন: Rohit Sharma: ৩০-৪০ রান করলে চলবে না, ৭০-৮০ চাই, বিশ্বকাপের আগে স্পষ্ট বার্তা রোহিতের

এমনিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতীয় জার্সিতে টি-টোয়েন্টি খেলেননি শামি। আইপিএলে ভালো খেললেও ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি। বরং ঘুরিয়ে-ফিরিয়ে অর্শদীপ সিং, আবেশ খানদের মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। অর্শদীপ ভালো খেললেও সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি আবেশ। আপাতত যা ইঙ্গিত, তাতে আসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে থাকছেন ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ। সম্প্রতি অর্শদীপ যে ঝলক দেখিয়েছেন, তাতে তিনিও দলে থাকবেন। আবেশ সম্ভবত সুযোগ পাবেন না।

আরও পড়ুন: Asia Cup: বাবররা নন, ভারত ফেভারিট-ভারতকে আত্মতুষ্ট করতে এমন দাবি পাক প্রাক্তনীর?

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি (Asia Cup 2022 Schedule)

  • শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
  • ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
  • বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
  • ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
  • শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
  • পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
  • বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
  • এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
  • এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
  • এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
  • এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
  • বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
  • ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।

অন্যদিকে, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। বিশ্বকাপের আগে সেপ্টেম্বর এবং অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'এখন তো শুধু মেরুকরণ,কোনও ধর্মীয় কাঠামোর জন্য আমি ১টাকা দেব না', সাফ কথা বিদ্যার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.