ICC ODI Rankings: মোট ৬ জন ভারতীয় বোলার কখনও না কখনও বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলারে পরিণত হন। তিনজন পেসার এ তিনজন স্পিনারের দখলে রয়েছে এই কৃতিত্ব। চোখ রাখুন তালিকায়।
1/6বল হাতে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক মহম্মদ সিরাজ। সেই ধারাবাহিকতার পুরস্কার পান আইসিসি ব়্যাঙ্কিংয়ে। আইসিসির সদ্যপ্রকাশিত ব়্যাঙ্কিং তালিকায় বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলারের মুকুট মাথায় ওঠে মহম্মদ সিরাজের। সিরাজ তৃতীয় ভারতীয় পেসার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে এক নম্বরের সিংহাসনে বসেন। সব মিলিয়ে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন তিনি। ছবি- এপি।
2/6প্রথম ভারতীয় বোলার হিসেবে আইসিসির-র ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন মনিন্দর সিং। ১৯৮৭ সালে তিনি এমন ইতিহাস গড়েন। এমন একটা সময় ভারতের এই বাঁ-হাতি স্পিনার বিশ্বের সেরা হয়েছিলেন, যখন ক্রিকেটে পেসারদের রমরমা ছিল। ছবি- গেটি।
3/6টিম ইন্ডিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব দ্বিতীয় ভারতীয় বোলার তথা প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠেন। তিনি ১৯৮৮ সালে এমন কৃতিত্ব অর্জন করেন। ছবি- পিটিআই।
4/6অনিল কুম্বলে ১৯৯৬ সালে দ্বিতীয় ভারতীয় স্পিনার তথা তৃতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বব়্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠেন। ছবি- গেটি।
5/6রবীন্দ্র জাদেজা ২০১৩ সালে বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলারে পরিণত হন। তিনি ভারতের তৃতীয় স্পিনার তথা চতুর্থ বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন। ছবি- টুইটার।
6/6জসপ্রীত বুমরাহ ২০১৮ ও ২০২২ সালে দু'বার বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলারের মুকুট মাথায় পরেন। তিনি ভারতের দ্বিতীয় পেসার তথা পঞ্চম বোলার হিসেবে এমন নজির গড়েন। ছবি- এএফপি।