ক্লাবের ১২৯ বছরের ইতহাসে প্রথম ফুটবলার হিসেবে মহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিবের দায়িত্ব নিয়ে ময়দানে ইতিহাস গড়েছেন দীপেন্দু বিশ্বাস। দায়িত্ব নিয়েই তিনি সমর্থদের স্বপ্ন দেখিয়েছেন দ্বিতীয় ডিভিশন থেকে দলকে আই লিগে তুলে নিয়ে আসার। সেই লক্ষ্যে কাজ শুরু করে দিলেন দীপেন্দু।
আই লিগে উঠে আসতে হলে যে শক্তিশালী দল গড়তে হবে, এটা ভালো মতোই বোঝেন দীপেন্দু। তাছাড়া নিজে শুধু ক্লাবের প্রশাসনিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকবেন না, বরং দলের টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকাও পালন করবেন। তাই মরশুম শুরুর আগে প্রয়োজন মতো ফুটবলার খুঁজে নেওয়ার দিকেই নজর ছিল তাঁর।
ইস্টবেঙ্গলের প্রাক্তনী উইলিস প্লাজাকে সই করিয়ে প্রাথমিক কাজটা সেরে রাখলেন দীপেন্দু। মহামেডান স্পোর্টিং গত মরশুমে মোহনবাগানে খেলে যাওয়া পাপা বাবা দিওয়ারার সঙ্গে কথা চালাচ্ছে বলে খবর। তার মাঝেই ক্যারিবিয়ান প্লাজাকে তুলে নেওয়া নিঃসন্দেহে সাদা-কালো ব্রিগেডের ইতিবাচক পদক্ষেপ।
২০১৬ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন প্লাজা। ২০১৮ সালে ইস্টবেঙ্গল ছাড়ার সময় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকারকে দলে নেওয়ার চেষ্টা করে মহামেডান। তবে সেবার চুক্তি পাকা করতে পারেনি তারা। মাঝে প্লাজা যোগ দেন চার্চিলে। এবার শেষমেশ তাঁকে জালে তুলতে সক্ষম হয় সাদা-কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।