বাংলা নিউজ > ময়দান > প্লাজা ঝড়ে ফের তছনছ বাগান

প্লাজা ঝড়ে ফের তছনছ বাগান

গোলের পর ম্যাচ জয়ের মালিক প্লাজাকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের (ছবি সৌজন্যে আইলিগ)

গত মরশুমের আইলিগে মোহনবাগানের বিরুদ্ধে ৩-০ গোলের জয়। এদিন কল্যাণীতেও তার রিপিট টেলিকাস্ট হল। মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়ে দিল চার্চিল ব্রাদার্স। ফের নজরকাড়া ফুটবল খেলে একাই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ৩২ বছর বয়েসি স্ট্রাইকার উইলিস প্লাজা মোহনবাগানের হাত থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেলেন।

প্রথম ম্যাচে তুলনায় কমজোর প্রতিপক্ষ আইজলের কাছে পয়েন্ট খুইয়েছে মোহনবাগান। স্বাভাবিকভাবে পাহাড়প্রমাণ চাপ নিয়ে রবিবার কল্যাণীতে এবারের আইলিগের দ্বিতীয় ম্যাচে চার্চিলের মুখোমুখি হতে হয় তাদের। কিন্তু ইস্টবেঙ্গল প্রাক্তনী প্লাজা এদিনও জোড়া গোল করে একাই মোহনবাগানের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দিলেন। চার্চিলের কাছে ৪-২ গোলে হেরে লিগের শুরুতেই আরও চাপে পড়ে গেল কিবু ভিকুনার দল।

রবিবারের ম্যাচের সেরাও হলেন উইলিস প্লাজা। ইস্টবেঙ্গল ছেড়ে চার্চিলে যাওয়ার পরে একেবারে বদলে গিয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই ৬ ফুটের স্ট্রাইকার। ডার্বিতে ব্যর্থ হওয়ায় তাঁকে বাতিলের তালিকায় ছুড়ে ফেলে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু চার্চিলের জার্সিতে প্রতিটা ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিচ্ছেন প্লাজা। যেমনটা এদিন দেখা গেল কল্যাণীর মাঠে।

ম্যাচের প্রথম মিনিটেই বাঁ দিক থেকে সিসের সেন্টার ভাসানো বল হেডে প্লাজা জালে জড়িয়ে দেন। তখন অবশ্য মোহনবাগানের রক্ষণে দাঁড়িয়ে ছিলেন তাঁরই দেশের ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস। কিন্তু তিনি প্লাজাকে থামাতে পারেননি। ২৮ মিনিটে চার্চিলের দ্বিতীয় গোলের সময়ে ডান দিক থেকে বল ভেসে আসে সেন্টারে। তাতে মাথা ছুঁইয়ে গোল করেন প্রাইমাস।

এর মাঝে ম্যাচের ৩৩ মিনিটে গোলের ব্যবধান কমায় মোহনবাগান। চার্চিলের খলিফ নিজেদের বক্সে নাওরেমকে ফাউল করলে পেনাল্টি পায় সবুজ-মেরুন শিবির। পেনাল্টি থেকে গোল করেন ফ্রান গঞ্জালেজ। এর তিন মিনিটের মধ্যে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলেন প্লাজা। বক্সের বাইরে থেকে তাঁর শট বাগান গোলরক্ষক দেবজিতের গ্লাভস ফস্কে জালে জড়িয়ে যায়।

৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান। যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল তারা। প্রচুর সুযোগ তৈরি করেও তা গোলে পরিণত করতে পারেননি বেইতিয়ারা। এর মাঝে উলটে গোলের ব্যবধান বাড়িয়ে ফেলে চার্চিল। ৭৬ মিনিটে ভাসানো বল থেকে হেডে দলকে চতুর্থ গোল উপহার দেন আবু বকর।

খেলা শেষের আগে (৮৮ মিনিট) সান্ত্বনা পুরস্কার হিসেবে মোহনবাগানকে একটি গোল উপহার দিলেন শুভ ঘোষ। গোলের ব্যবধান কমলেও, ততক্ষণে অবশ্য সব শেষ হয়ে গিয়েছে। প্লাজা ঝড়ে বাগান ফের তছনছ হয়ে গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.