ফুটবলের ডার্বি জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ক্রিকেটের ডার্বি জিতল মোহনবাগান। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে শেষ বলের থ্রিলারে ইস্টবেঙ্গলকে ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করল সবুজ-মেরুন শিবির।
ইডেনে অল্প রানের পুঁজি নিয়েও চিরপ্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করে মোহনবাগান। হাঁটুর চোটে মনোজ তিওয়ারি মাঠে নামতে পারেননি। পরিবর্তে বড় ম্যাচে মোহনবাগানকে নেতৃত্ব দেন অনুষ্টপ মজুমদার।
প্রথমে ব্যাট করে মোহনবাগান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২১ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২০ রানে আটকে যায়।
মোহনবাগানের হয়ে ৩৭ বলে ৫৫ রান করেন অনুষ্টুপ। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ৪৪ বলে ৪১ রান করেন বিবেক সিং। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। কণিষ্ক শেঠ ৩১ রানে ৩ উইকেট দখল করেন।
ইস্টবেঙ্গলের হয়ে ব্যাট হাতে একা লড়াই চালান সায়ন শেখর মণ্ডল। ৫৫ বলে ৫২ রান করে তিনি রান-আউট হন। অল্পের জন্য ম্যাচে ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে মাত্র ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
শেষ ওভারে জয়ের জন্য ৮ রান দরকার ছিল লাল-হলুদ শিবিরের। শেষ বলে ৩ রান করলে ম্যাচ জিতত তারা। শেষ ওভারে ৬ রান তুলতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। শেষ বলে মাত্র ১ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। সায়ন শেখর ২ রান নিয়ে ম্যাচ টাই করার চেষ্টায় রান-আউট হতেই জয় নিশ্চিত হয়ে যায় মোহনবাগানের।