বাংলা নিউজ > ময়দান > উচ্ছ্বাসে ভাসার সময় আসেনি, ইস্টবেঙ্গলকে হারিয়ে একেবারে সটান জবাব ATKMB-র কোচ

উচ্ছ্বাসে ভাসার সময় আসেনি, ইস্টবেঙ্গলকে হারিয়ে একেবারে সটান জবাব ATKMB-র কোচ

জুয়ান ফেরান্দো।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জয় নিয়ে বেশ কিছুটা নির্লিপ্তই ছিলেন বলা যায় জুয়ান ফেরান্দো। তিনি জানান 'ডুরান্ডে যখন দল খেলেছিল সেই সময়তে দল ছিল প্রস্তুতির পর্যায়ে। পাশাপাশি ছিল এএফসি কাপের ব্যর্থতাও। সেই ব্যর্থতার ফলে বেশ কিছুটা হতাশ ছিলাম আমরা।

শুভব্রত মুখার্জি: আইএসএলের ইতিহাসে প্রথমবার কলকাতা ডার্বির আসর বসেছিল সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সহজ জয় পেয়েছে এটিকে মোহনবাগান। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করতে সমর্থ হয় মেরিনার্সরা। ফলে এই নিয়ে শেষ সাতটা ডার্বিতে অপরাজিত রইল মোহনবাগান দল। তবে এই নিয়ে এক্ষুনি উচ্ছাসে মাততে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। বরং তিনি মনোনিবেশ করতে চান আইএসএলে মোহনবাগানের পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জয় নিয়ে বেশ কিছুটা নির্লিপ্তই ছিলেন বলা যায় জুয়ান ফেরান্দো। তিনি জানান 'ডুরান্ডে যখন দল খেলেছিল সেই সময়তে দল ছিল প্রস্তুতির পর্যায়ে। পাশাপাশি ছিল এএফসি কাপের ব্যর্থতাও। সেই ব্যর্থতার ফলে বেশ কিছুটা হতাশ ছিলাম আমরা। আইএসএলের চলতি মরশুমের প্রথম ম্যাচে আমাদের হারতে হয়। তবে দ্বিতীয় ম্যাচে জয়টা দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ঘরের মাঠে আজকে আমাদের সমর্থকদের ডার্বি জয় উপহার দিতে পেরে আমরা খুশি। প্রথমার্ধটা আমরা যেভাবে চেয়েছিলাম সেইভাবে খেলতে পারিনি। ইস্টবেঙ্গলের রক্ষণ প্রথমভাগে ভালো খেলেছে। গোলের মুখে আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছিল। এই জয়টা অত্যন্ত আনন্দের।স্বস্তিদায়ক জয়। তবে এক্ষুনি উচ্ছাসে ভাসার সময় আসেনি। ফুটবলাররা এদিনের জয়টা উপভোগ করুক। কিন্তু আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। একদিন বিশ্রামের পর পরের মুম্বই ম্যাচ নিয়ে আমাদের ফের ঝাঁপাতে হবে।ভাল খেলে পরের ম্যাচটাও জিততে হবে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে এই ম্যাচের জয়টা মূল্যহীন হয়ে যাবে।'

অন্যদিকে লাল হলুদ কোচ ম্যাচ হেরে নিঃসন্দেহে হতাশ। তবে ফুটবলাররা যে লড়াইটা দিয়েছেন তাতে খুশি তিনি। স্টিফেন কনস্টানটাইনের সাফ কথা 'ভুল করলে তার শাস্তি তো আমাদেরকে পেতেই হবে (গোলরক্ষক কমলজিতের ভুলেই প্রথম গোল পায় মোহনবাগান দল)। কোনও দিন গোলরক্ষকের তরফে ভুল হচ্ছে। কোনও দিন অন্য ফুটবলার ভুল করছে। তার খেসারত দিতে হল। তবে এটা বলব দল বেশ কিছু সুযোগ পেয়েছিলাম ম্যাচে তবে কাজে লাগাতে পারিনি। দল গোলের যেসব সুযোগ পেয়েছিল তা কাছে লাগাতে পারলে আজকে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। তবে ম্যাচে আমাদের জন্য ইতিবাচক দিক হল দলের খেলাতে উন্নতির ছাপ দেখা গিয়েছে।'

বন্ধ করুন