বাংলা নিউজ > ময়দান > প্রথা ভেঙে মোহনবাগান রত্ন ক্রিকেটের পলাশ ও হকির গুরবক্স

প্রথা ভেঙে মোহনবাগান রত্ন ক্রিকেটের পলাশ ও হকির গুরবক্স

পলাশ নন্দী ও গুরবক্স সিং। ছবি- ফেসবুক।

বর্ষসেরা ফুটবলার বেইতিয়া। সম্মানিত ধ্যানচাঁদের ছেলেও।

সচরাচর ফুটবলার ও প্রশাসকদের হাতেই উঠত ক্লাবের সেরা সম্মান। গতবছর থেকে রীতি বদলায় মোহনবাগান। শেষবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোহনবাগান রত্ন হয়েছেন হকির কেশব দত্ত। এবছরও মোহনবাগান রত্নের স্বীকৃতি পাচ্ছেন দু'জন। উল্লেখযোগ্য বিষয় হল, দু'জনের কেউই ফুটবলার নন।

মোহনবাগানের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর যে দু'জনের নাম মোহনবাগান রত্ন হিসেবে ঘোষণা করা হয়, তাঁদের একজন অলিম্পিক সোনা জয়ী হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং অপরজন প্রাক্তন ক্রিকেটার তথা কোচ পলাশ নন্দী। অর্থাৎ, এই প্রথমবার মোহনবাগান রত্ন হচ্ছেন না কোনও ফুটবলার, যা প্রথা ভাঙারই সামিল।

১৯৬৮ থেকে ১৯৮০ পর্যন্ত মোহনবাগানের হয়ে হকি খেলেছেন গুরবক্স সিং। ১৩টি মরশুমের মধ্যে ক্লাবকে ৯ বার বেটন কাপ ও ৯ বার কলকাতা লিগ এনে দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৬৮ সালে যখন গুরবক্সের নেতৃত্বে ভারত মেক্সিকো অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল, সেবার মোহনবাগানের অধিনায়ক ছিলেন তিনি।

অন্যদিকে ১৯৭৪ থেকে ১৯৭৭ পর্যন্ত প্রথম দফায় মোহনবাগানের ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন পলাশ নন্দী। পরে ইস্টবেঙ্গল ঘুরে পুনরায় সবুজ-মেরুন শিবিরে ফেরেন ১৯৮০ সালে। সেই থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি মোহনবাগানের হয়েই মাঠে নামেন। ক্লাবকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত মোহনবাগানের কোচ ছিলেন পলাশ নন্দী।

এবছর মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন ধ্যানচাঁদের ছেলে অশোক কুমার (হকি), প্রণব গঙ্গোপাধ্যায় (ফুটবল) ও মনোরঞ্জন পোড়েল (অ্যাথলেটিক্স)। মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জোসেবা বেইতিয়া। সেরা যুব ফুটবলার হয়েছেন অনূর্ধ্ব-১৮ দলের সজল বাগ।

প্রতিবছর ২৯ জুলাই মোহনবাগান দিবসে নির্বাচিত ক্রীড়াবিদদের সম্মানিত করে মোহনবাগান। এবছর করোনা মহামারির জন্য কোনও অনুষ্ঠান হবে না। মোহনবাগান কর্তারা বাড়িতে গিয়ে পুরস্কার প্রাপকদের সম্মানিত করবেন।

বন্ধ করুন