পরপর দু'দিন ডার্বি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অদ্ভূত শোনালেও এটাই সত্যি।
আগামী ২৭ নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের কলকাতা ডার্বি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ভারতীয় ফুটবলমহলে। ইস্টবেঙ্গলের কাছে বড় ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে আরও একটি কারণে। এটিই হতে চলেছে আইএসএলে তাদের প্রথম ম্যাচ।
সেই ম্যাচের রেশ কাটতে না কাটতে ইডেনে ক্রিকেটের বড় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে লাল-হলুদ ও সবুজ-মেরুন শিবির।
লকডাউনের পর বাংলার ক্রিকেট অ্যাসেসিয়েশন বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ দিয়ে ক্রিকেট ফেরাতে চলেছে। নতুন টি-২০ লিগের ক্রীড়াসূচি প্রকাশিত হয় রবিবারই। সূচি অনুযায়ী ২৮ নভেম্বর বিকাল ৪টে থেকে সম্মুখ সমরে নামার কথা দুই প্রধানের।
২৪ নভেম্বর বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্যালকাটা কাস্টমস ক্লাব। পরের দিন অর্থাৎ ২৫ নভেম্বর তপন মেমোরিয়াল ক্লাবের বিরুদ্ধে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ২৭ নভেম্বর ফুটবলের ডার্বির দিনে ক্রিকেট লিগে ইস্টবেঙ্গলের কোনও ম্যাচ নেই। তবে ওই দিন মোহনবাগান খেলবে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে।
৬ ডিসেম্বর বিকাল ৪টের সময় ইডেনে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ফিরতি ডার্বি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।