শনিবার সিএবি-র প্রথম ডিভিশন লিগের সেমিফাইনালে যাদবপুর ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসে মুখোমুখি হয়েছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী। এদিন ৫০ওভারের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ওভারে আট উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে সর্বোচ্চ রান করেন দলের ওপেনার ব্যাটসম্যান অঙ্কুর পাল। ৬৮ বলে তিনি করেন ৭২ রান। ১০২ বলে ৬৮ রান করেন লাল হলুদের আর এক ওপেনার ব্যাটসম্যান রঞ্জোত সিং খাইরা। তিন নম্বরে খেলতে নেমে অর্ধশতরান করেন ইস্টবেঙ্গলের সৌরভ সিং। এরপর অবশ্য সেভাবে নজর কাড়তে পারেননি লাল হলুদের ব্যাটিং লাইনআপ। মোহনবাগানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সৌরভ মণ্ডল। সায়ন ঘোষ ও তুহিন বন্দ্যোপাধ্যায় ২টি করে উইকেট নেন। প্রথমে ব্যাট করতে নেমে ৮উইকেট হারিয়ে ইস্টবেঙ্গল তোলে ২৭৮রান।
জবাবে ব্যাট করতে নেমে সফল হন মোহনবাগানের দুই ওপেনার। বিবেক সিং করেন ৮৫বলে ৬৮রান ও ঈশ্বরণ করেন ৭০বলে ৫৫রান। ইনিংসের বাকিটা সামলে নেন সুদীপ চট্টোপাধ্যায়। ৫১ বলে তিনি করেন ৪৭ রান। ইস্টবেঙ্গলের হয়ে অর্ণব নন্দি তিন উইকেট নিলেও শেষ রক্ষা করতে পারেননি। ৪৯ ওভারেই ৮উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহনবাগান।
এদিনের জয়ের ফলে সিএবি-র প্রথম ডিভিশন লিগের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েগেল সবুজ মেরুন ব্রিগেড। এদেনর ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিবেক সিং। তাঁর ম্যাচ উইনিং ৬৮রানের ইনিংসে ছিল ২টি ছয় ও ৭টি চার। সিএবি-র প্রথম ডিভিশন লিগের ফাইনালে মোহনবাগানের সামনে এবার ভবানীপুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।