১৫ নভেম্বর ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ঐতিহাসিক দিন সন্দেহ নেই। কেননা, ১৮৮৯ সালের এই দিনটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের। কাকতলীয়ভাবে ২০১৩ সালের ১৫ নভেম্বর সচিন শেষবার ভারতের হয়ে ব্যাট হাতে মাঠে নামেন।
তবে শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, ১৫ নভেম্বর অত্যন্ত স্মরণীয় দিন কলকাতা ফুটবলের জন্য। বরং বলা ভালো যে, মোহনবাগানের কাছে ১৫ নভেম্বর নিঃসন্দেহে অত্যন্ত উল্লেখযোগ্য দিন। কেননা সবুজ-মেরুন শিবিরের তিনটি বড় সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে ১৫ নভেম্বর দিনটি।
১৯৪৭ থেকে ১৯৫৫, ৮ বছরের মধ্যে ১৫ নভেম্বর দিনটিতে তিনটি ট্রফি জেতে সবুজ-মেরুন শিবির। তাও দু'টি ট্রফি তারা প্রথমবারে জন্য ঘরে তোলে।
১. ১৯৪৭ সালের ১৫ নভেম্বর ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আইএফএ শিল্ড জেতে মোহনবাগান।
২. ১৯৫৩ সালে ১৫ নভেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার ডুরান্ড কাপ জেতে মোহনবাগান।
৩. ১৯৫৫ সালের ১৫ নভেম্বর মহামেডান স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে সবুজ-মেরুন শিবির প্রথমবার রোভার্স কাপ চ্যাম্পিয়ন হয়।