আজ বছরের প্রথম ডার্বিতে মাঠে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। বাঙালির চিরন্তন দ্বৈরথে অংশ নেবেন ক্লেইটন সিলভা-জেমি ম্যাকলারেনরা। ভারতীয় ফুটবলের হাইভোল্টেজ ম্যাচ, যেদিকে নজর থাকবে সমস্ত ফুটবলপ্রেমীদের। কে কাকে দেবে টেক্কা, কে করতে মাত। সেদিকেই চোখ থাকবে বাঙালির। তবে এবারের ডার্বি যুবভারতীতে নয়, হচ্ছে গুয়াহাটিতে।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরার সুযোগ BCBর!
বড় ম্যাচ সচরাচর কলকাতার বাইরে হলেও পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যায় না কোনও দলই। কিন্তু এবারে গঙ্গাসাগর মেলায় ব্য়াপক ভিড়ের সম্ভাবনা থাকায় কলকাতায় ম্যাচ করা সম্ভব হয়নি। কল্যাণী স্টেডিয়ামেও ম্যাচ দেওয়া যায়নি। সিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এই মূহূর্তে আইএসএলের বড় ম্যাচ হওয়ার উপযুক্ত নয়, তাই বাধ্য হয়েই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
কোথায় দেখা যাবে ম্যাচ?
মোহনবাগান আর ইস্টবেঙ্গল ভারতীয় সময় আর মাঠে নামবে সন্ধে ৭.৩০টায়। টিভিতে সেই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ এর তৃতীয় চ্যানেলে। স্রেফ টেলিভিশনেই নয়, পথ চলতি ফুটবলপ্রেমিদের জন্যেও থাকছে ডার্বি দেখার সুযোগ। জিও সিনেমার ওয়েবসাইটে সহজেই ফ্রিতে দেখা যাবে এই ম্যাচের সরাসরি সম্প্রচার।
এছাড়া জিও টিভি অ্যাপেও দেখা যাবে খেলা। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের আপডেট জানতে চোখ রাখতে পারেন হিন্দুস্তান টাইমসের পেজেও। সেখানেও ডার্বির সব তথ্য খুটিনাটি দেওয়া হবে।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
অস্কার ব্রুজোই ভরসা লালহলুদের-
আইএসএলের প্রথম সাক্ষাৎে এই মরসুমে জিতেছিল মোহনবাগান। সেটা ছিল কোচ হিসেবে অস্কার ব্রুজোর প্রথম ম্যাচ। স্পেন থেকে এসেই কোনও প্রস্তুতি ছাড়া তিনি ফুটবলারদের ভরসা দিতে ডাগআউটে বসেছিলেন। এই ম্যাচে অবশ্য তাঁর দল অনেক শক্তিশালী। আপাত দৃষ্টিতে দেখতে বিদেশি ফুটবলারদের পারফরমেন্স হয়ত লালহলুদকে চাপে রাখছে বলে মনে হবে, কিন্তু দলের মধ্যে বোঝাপড়া এখন অনেক ভালো। ফলে ইস্টবেঙ্গল গত ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেকটাই লড়াই দেবে বলে আশায় সমর্থকরা।
আরও পড়ুন- সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
মোহনবাগান চাইবে ১ নম্বরে থাকতে-
মোহনবাগান অবশ্য লিগের শীর্ষে থেকেই খেলতে নামছে। বাগানের কাছে চ্যালেঞ্জ একটাই, এই ম্যাচের চাপ কাটিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখা। খাতায় কলমে যতই ইস্টবেঙ্গল নিচের সারির দল হোক না কেন, এই ম্যাচে কোনও দলই এগিয়ে থাকে না। যেমনটা নেই এবারেও। তাই মোহনবাগানের ওপর একটা অদৃশ্য চাপ কাজ করছে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলার। পেত্রাতোসকে এই ম্যাচে রিজার্ভ বেঞ্চেই রাখা হতে পারে। ম্যাকলারেন খেলবেন শুরু থেকেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।