শুভব্রত মুখার্জি: চলতি মন্টে কার্লো মাস্টার্স থেকে ছিটকে গেলেন ২২ টি গ্রান্ড স্ল্যামের মালিক কিংবদন্তি নোভাক জকোভিচ। মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন নোভাক। তাঁকে হারিয়ে দিলেন ইতালির লোরেঞ্জো মুসলেট্টি। বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা নোভাক জকোভিচের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জিততে হল তাঁকে। খেলার ফল নোভাক জকোভিচের বিরুদ্ধে ৪-৬, ৭-৫, ৬-৪। ফলে দীর্ঘায়িত হল নোভাকের ৩৯ তম মাস্টার্স ট্রফি জিতে নজির গড়া।
জকোভিচের, মুসলেট্টির বিরুদ্ধে ক্লে কোর্টেও শেষ ম্যাচটি বেশ দীর্ঘায়িত হয়েছিল। ২০২১ সালে ক্লে কোটে মুখোমুখি হয়েছিল এই দুই খেলোয়াড়। ফরাসি ওপেনে সেদিন মুখোমুখি হয়েছিল এই দুই খেলোয়াড়। সেদিনও জমজমাট লড়াই হয়েছিল দুই দলের। সেই ম্যাচে দুই সেটে পিছিয়ে পড়েও অনবদ্য কামব্যাক করে ম্যাচ জিতেছিলেন তিনি। এদিনের ম্যাচেও দেখা গেল প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি। এক সেটে পিছিয়ে পড়ে অনবদ্য কামব্যাক করেন লোরেঞ্জো মুসলেট্টি। ম্যাচ চলাকালীন ঝোড়ো হাওয়া বইছিল। সেই হাওয়াকেই কার্যত কাজে লাগিয়ে এদিন ম্যাচে কামব্যাক করেছেন ইতালিয়ান তারকা।
ম্যাচে অতিরিক্ত হাওয়ার কারণে নিজেদের সার্ভিস নিয়ে সমস্যায় পড়েন দুই খেলোয়াড়। ১৫ বার মোট সার্ভিস ব্রেক হয় ম্যাচে। প্রথম সেট যথেষ্ট স্বস্তির সঙ্গেই যেতেন নোভাক জকোভিচ। দেখে মনে হচ্ছিল ম্যাচ সহজেই জিতে যাবেন নোভাক। সেখানেই কামব্যাক করেন লোরেঞ্জো মুসলেট্টি। দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান ইতালিয়ান তারকা। এরপরেই বৃষ্টির কারণে বেশ কিছু সময় বন্ধ ছিল ম্যাচ। তবে তারপরেও মোমেন্টাম নষ্ট হয়নি লোরেঞ্জো মুসলেট্টির। ২১ বছর বয়সি ইতালিয়ান তারকা জকোভিচের খারাপ সার্ভিসের সুযোগ নেন লোরেঞ্জো মুসলেট্টি। ফলে তৃতীয় সেট জিতে ম্যাচটি জিতে যান তিনি। এই ম্যাচ জয়ের ফলে পরের রাউন্ডে লোরেঞ্জো মুসলেট্টি পরের রাউন্ডে তাঁর স্বদেশীয় ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন। সিনার তাঁর ম্যাচে হারিয়েছেন হুবার্ট হুরকাজকে। ম্যাচের ফল হুরকাজের বিপক্ষে ৩-৬, ৭-৬ (৬), ৬-১।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।