ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা কতটা, তা আরও একবার প্রমাণ হয়ে গেল গুগলের পরিসংখ্যানে। সারা বিশ্ব যেখানে করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে, সেখানে ভারত করোনা ভাইরাসকে পিছনে ফেলে দিল আইপিএল দিয়ে। প্রকৃতপক্ষেই এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ পিছনের সারিতে ঠেলে দেয় করোনা মহামারিকে।
গুগলের বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে ভারতীয়রা করোনা ভাইরাসের থেকেও বেশি সার্চ করেছেন আইপিএল নিয়ে। এবছর আইপিএলই সবথেকে বেশি সার্চ করা স্পোর্টস ও নিউজ ইভেন্টের মর্যাদা পাচ্ছে। গতবছর সবথেকে বেশি সার্চ করা হয়েছিল আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে।
ভারতে আইপিএল শুধু করোনা ভাইরাসকেই নয়, পিছনে ফেলে দিয়েছে আমেরিকার নির্বাচনের ফলাফল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বিহারের নির্বাচনের ফলাফল, দিল্লির নির্বাচনের ফলাফল প্রভৃতিকেও।
এবছর করোনা মহামারির মাঝেও বিসিসিআই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর ছিল অনুরাগীদের কথা ভেবেই। বোর্ডের তরফে দাবি করা হয়েছিল যে, লকডাউনে সমর্থকদের আনন্দ উপহার দেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। গুগলের এই পরিসংখ্যানের স্পষ্ট যে, বোর্ডের প্রয়াস সার্থক।
উল্লেখ্য, এবছর ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।