বাংলা নিউজ > ময়দান > WTC final- ‘নিউজিল্যান্ডের জন্য অনেকবার ছিটকে যেতে হয়েছে,’ কিউইদের ধন্যবাদ রসিক দ্রাবিড়ের

WTC final- ‘নিউজিল্যান্ডের জন্য অনেকবার ছিটকে যেতে হয়েছে,’ কিউইদের ধন্যবাদ রসিক দ্রাবিড়ের

রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা। ছবি- এএফপি 

২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আইসিসির খেতাব হাতছাড়া হয়েছে ভারতের। এবার সেই নিউজিল্যান্ডের সাহায্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিল ভারত। 

ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। প্রথম দল হিসাবে পরপর দুইবার ফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। তবে ফাইনালে ওঠার জন্য শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচের উপর নির্ভরশীল হতে হয়েছে ভারতকে। আমদাবাদে টেস্ট ম্যাচ ভারত জিতলে সরাসরি ফাইনালে পৌঁছে যেত। কিন্তু তা হয়নি। ম্যাচটি ড্র হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ভারতীয় ক্রিকেটার সহ সমর্থকদের প্রত্যেকের মন পড়েছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে। শ্রীলঙ্কারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারায় সেই জায়গায় ভারত উঠে যায়।

নিউজিল্যান্ড ভারতকে অনেকবার আইসিসির টুর্নামেন্ট থেকে বাইরে বার করে দিয়েছে। সেই ক্রিকেটারদের ব্যাটই রক্ষা করল রোহিত শর্মাদের। শ্রীলঙ্কা জেতার আপ্রাণ চেষ্টা করলেও তা হয়নি। তবে সেই ম্যাচে কেন উইলিয়ামসন দুর্দান্ত ইনিংস খেলেন। ১২১ রানের অপরাজিত থাকেন কেন। এই বিষয়ে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, ‘আমরা প্রত্যেক টেস্ট ম্যাচে ফলাফল দেওয়ার চেষ্টা করেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে যা যা করনীয় তা আমাদের হাতেই রাখতে চেয়েছিলাম। আমরা সচেতন ছিলাম যে এই সিরিজের তিনটি টেস্ট ম্যাচ জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাব। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজকে অপ্রাসঙ্গিক করতে চেয়েছিলাম আমরা।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিন যখন আমরা আমদাবাদের পিচ দেখি তখনই বুঝতে পারি টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর থেকে অস্ট্রেলিয়া যেভাবে দুইদিন ধরে ব্যাট করল যা নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ আমাদের বেশি নির্ভরশীল করে তোলে।’

রাহুল মনে করেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রক্রিয়া একটা দীর্ঘ সময় ধরে চলে, ফলে অন্য দলের উপর নির্ভরশীল হতেই হয়। তিনি বলেন, ‘আমরা খুব আগ্রহ নিয়েই শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ দেখছি। আশা করছিলাম শ্রীলঙ্কা যাতে না জেতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা লম্বা প্রক্রিয়া। ছয়টি টেস্ট সিরিজ খেলতে হয়, প্রত্যেক দলকে। তাই অন্য দলের দিকে তাকিয়ে থাকতেই হয়।’

নিউজিল্যান্ড ম্যাচ জিতে ভারতকে ফাইনালে উঠতে সাহায্য করেছে, সেই বিষয়ে রাহুল বলেন, ‘নিউজিল্যান্ড আমাদের অনেকবার আইসিসির টুর্নামেন্ট থেকে বাইরে বার করে দিয়েছে। তবে এইবার ওরা আমাদের সাহায্য করেছে। আমরা ওদের উপর কৃতজ্ঞ।’

বন্ধ করুন