সদ্য সমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ফ্রিডম সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চোখ রাখুন।
1/5কাগিসো রাবাদা সদ্য সমাপ্ত ফ্রিডম সিরিজে শুধু দক্ষিণ আফ্রিকার হয়েই নয়, বরং দু'দলের মধ্যে সার্বিকভাবে সব থেকে বেশি উইকেট নিয়েছেন। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২০টি উইকেট। সেরা বোলিং ৪২ রানে ৪ উইকেট।
2/5অভিষেক টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন মারকো জানসেন। ৩ ম্যাচে তিনি সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট সংগ্রহ করেন। সেরা বোলিং ৩১ রানে ৪ উইকেট।
3/5লুঙ্গি এনগিদি ৩টি টেস্টে সংগ্রহ করেন ১৫টি উইকেট। তিনি সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেন। তাঁর সেরা বোলিং ৭১ রানে ৬ উইকেট।
4/5মহম্মদ শামি সিরিজে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেন। ৩টি টেস্টে তিনি মোট ১৪টি উইকেট নিয়েছেন। সার্বিক তালিকার চার নম্বরে রয়েছেন শামি। তাঁর সেরা বোলিং ৪৪ রানে ৫ উইকেট।
5/5শার্দুল ঠাকুর ও জসপ্রীত বুমরাহ উভয়েই ৩টি টেস্টে ১২টি করে উইকেট সংগ্রহ করেছেন। বোলিং গড় অনুযায়ী শার্দুল রয়েছেন সার্বিক ক্রমতালিকার পাঁচ নম্বরে। ঠাকুরের সেরা বোলিং ৬১ রানে ৭ উইকেট। সিরিজে এটাই কোনও বোলারের সেরা বোলিং পারফর্ম্যান্স। বুমরাহর সেরা বোলিং ৪২ রানে ৫ উইকেট।