এবছর বিজয় হাজারে ট্রফিতে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা? দেখে নিন তালিকা।
1/8যশ ঠাকুর: এবছর বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে সব থেকে বেশি ১৮টি উইকেট নিয়েছেন বিদর্ভের ডানহাতি পেসার যশ ঠাকুর।
2/8ঋষি ধাওয়ান: হিমাচলের ডানহাতি পেসার অল-রাউন্ডার ঋষি ধাওয়ান টুর্নামেন্টের ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি উইকেট নিয়েছেন।
3/8ওয়াশিংটন সুন্দর: তামিলনাড়ুর ডানহাতি স্পিনার ওয়াশিংটন সুন্দর ৮ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন ওয়াশিংটন।
4/8রঘুপতি সিলামবরসন: তামিলনাড়ুর ডানহাতি পেসার রঘুপতি টুর্নামেন্টের ৭ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন তালিকার চার নম্বরে।
5/8শিবম মাভি: উত্তরপ্রদেশের শিবম মাভিও ৭ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। তিনি সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন।
6/8অনিকেত চৌধরী: রাজস্থানের অনিকেত ৬ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন সার্বিক তালিকার পঞ্চম স্থানে।
7/8যুজবেন্দ্র চাহাল: ৫ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন হরিয়ানার যুজবেন্দ্র চাহাল। তিনিও যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন। এছাড়া উত্তরপ্রদেশের যশ দয়ালও নিয়েছেন ৭ ম্যাচে ১৪টি উইকেট। স্বাভাবিকভাবেই তিনিও যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন।
8/8চেতন সাকারিয়া: সৌরাষ্ট্রের চেতন সাকারিয়ে নিয়েছেন ৭ ম্যাচে ১৩টি উইকেট। তিনি ত্রিপুরার মুরাসিং, তামিলনাড়ুর এম সিদ্ধার্থ ও গুজরাতের চিন্তন গাজার সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।