শুভব্রত মুখার্জি: ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে এক অনন্য নজির গড়ে ফেলল নিউজিল্যান্ডের দুই বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল এবং রাচিন রবীন্দ্র। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ভারতের মোট ১৭ টি উইকেটের পতন ঘটে। দ্বিতীয় ইনিংসে ভারত ৭ উইকেট হারানোর পরে তাদের ইনিংস ডিক্লেয়ার করে দেয়। আর ভারতের দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ড দলের হয়ে ১৭ টি উইকেট নিলেন দুই বাঁ-হাতি স্পিনার।
আজাজ প্যাটেল ভারতের প্রথম ইনিংসে একাই ১০ টি উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসেও তিনি নেন ৪ টি উইকেট। অপর তিনটি উইকেট নেন রাচিন রবীন্দ্র। উল্লেখ্য প্রথম ইনিংসে ভারতের ১০ টি উইকেট নিয়ে জিম লেকার এবং অনিল কুম্বলের এক ইনিংসে দশ উইকেটের নজির স্পর্শ করেন আজাজ। প্রথম ইনিংসে ১১৯ রান দিয়ে ১০ উইকেট তুলে নেন আজাজ প্যাটেল।
দ্বিতীয় ইনিংসে আজাজ ২৬ ওভার বল করে ৩টি মেডেন সহ ১০৬ রান দিয়ে চার উইকেট নেন। অপর দিকে ১৩ ওভারে ২টি মেডেন সহ ৫৬ রান দিয়ে ৩টি উইকেট নেন রাচিন রবীন্দ্র। আসুন এক নজরে দেখে নিন সেই পরিসংখ্যান :-
১) ১৭ উইকেট, নিউজিল্যান্ড, মুম্বই বনাম ভারত,২০২১
২) ২ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ, সিডনি বনাম অস্ট্রেলিয়া,২০১৬