MothersDay2020: ভারতীয় ক্রীড়াজগতের 'সুপার মম'রা
Updated: 10 May 2020, 10:56 PM IST
HT Bangla Correspondent
- চোখ রাখুন দেশকে সাফল্য এনে দেওয়া কিছু তারকা ক্রীড়াবিদের মাতৃরূপেণ ছবিতে।
1/6৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার এমসি মেরি কম।
2/6৩টি ডাবলস ও ৩টি মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা সানিয়া মির্জা।
3/6কমনওয়েলথ গেমসে সোনা ও বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীড় গীতা ফোগত।
4/6এশিয়ান গেমসে জোড়া সোনা জয়ী ও ব়্যাপিড দাবায় বিশ্বচ্যাম্পিয়ন কোনেরু হাম্পি।
5/6মিজো ভলিবল তারকা লালভেন্তলুয়াঙ্গি। ৭ মাসের সন্তানকে ম্যাচের বিরতিতে স্তন্যপান করানোর এই ছবি মন জিতেছিল ক্রীড়ামহলের।
6/6তিন টেবিল টেনিস তারকা পৌলমী ঘটক, শামিনি কুমারেসান ও মৌমা দাস।
অন্য গ্যালারিগুলি