মেয়ে অদিত্রী হওয়ার পরেও প্রায় দু’বছর খেলার বাইরে ছিলেন মৌমা দাস। তাই অনুশীলনে ফিরে সমস্যা হচ্ছে তাঁর। কিন্তু এখানেই থেমে থাকতে রাজি নন মৌমা। দেশের হয়ে টেবিল টেনিসে আরও পদক জিততে চাইছেন। জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামেন মৌমা এবং সেখানে তিনি রানার্সআপ হয়েছেন। প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে মৌমা জানান,‘জয়-পরাজয় নয়,কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখার জন্যই প্রতিযোগিতায় নেমেছিলাম। এখনও পুরো তৈরি হতে সময় লাগবে। অনেক দিন খেলার বাইরে আছি তাই গ্রুপ পর্ব থেকে শুরু করতে হয়েছিল। ধাপে ধাপে ফাইনালে উঠেছি। এতটা যাব আশা করিনি।’
পর্যাপ্ত অনুশীলন ছাড়াই প্রতিযোগিতায় নেমেই যে তিনি সমস্যায় পড়েছেন ভারতীয় টেবিল টেনিসের পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমা দাস। তবে পদ্মশ্রী মৌমা অবশ্য নিজের ভুলটা বুঝে গিয়েছেন। তিনি জানিয়েছেন সাড়ে তিন বছর পরে প্রথম বার খেলতে নেমে পা কাঁপছিল তাঁর। জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামার আগে যে তিনিই ঠিকঠাক অনুশীলনই করতে পারেননি সেটা স্বীকার করে নিলেন মৌমা। বাংলার এই টেবিল টেনিস তারকা বললেন,‘মাত্র ১০ থেকে ১২ দিন অনুশীলন করেছি। এখনও ওজন বেশি। বড় র্যালি খেললে হাঁফ ধরে যাচ্ছে। বেশির ভাগ ম্যাচ লম্বা হচ্ছিল। শেষ দিকে দম থাকছিল না। তাও ফাইনালে উঠেছি। পুরো তৈরি না থাকায় ঝুঁকি নিইনি। কারণ সে ক্ষেত্রে চোট পাওয়ার আশঙ্কা থাকত। এখনও দু-তিন মাস অনুশীলন করতে হবে। তবেই ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারব।’
এত দিন পরে খেলতে নেমে টেবিল টেনিসের উঠতি খেলোয়াড়দের মুখোমুখি হয়েছিলেন মৌমা। অগস্ট মাসে ফের প্রতিযোগিতায় নামবেন মৌমা তার জন্য শীঘ্রই অনুশীলন শুরু করবেন। তিনি বলেন,‘অনেকেই ভেবেছিলেন গ্রুপ পর্বে হেরে যাব। কিন্তু ধাপে ধাপে উঠেছি। তবে আগামী দিনে ওদের বিরুদ্ধে খেলতে গেলে আরও অনেক পরিশ্রম করতে হবে। শীঘ্রই আবার অনুশীলন শুরু করব। অগস্ট মাসে হয়তো আবার প্রতিযোগিতায় নামব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।