বাংলা নিউজ > ময়দান > 'ভগবানের স্বপ্নাদেশ', এভারেস্টের কাছে পৌঁছেও বিশ্বরেকর্ড গড়া হল না ৫১ বছরের পর্বতারহীর

'ভগবানের স্বপ্নাদেশ', এভারেস্টের কাছে পৌঁছেও বিশ্বরেকর্ড গড়া হল না ৫১ বছরের পর্বতারহীর

এভারেস্টের পথে পর্বতারহী কামি রিতা (ছবি: গুগল)

আমার মনে হল পাহাড়়ের ভগবান আমায় এবারের শৃঙ্গ জয় করতে নিষেধ করছেন, তিনি আমায় আদেশ দিচ্ছেন। আমি আমার ভগবানের আদেশ মেনেছি এবং সেখান থেকে ফিরে এসেছি।

কয়েকদিন আগেই চলতি মাসের ৭ তারিখ নিজের রেকর্ড নিজেই ভেঙে ছিলেন পর্বতারহী কামি রিতা। এভারেস্ট জয় করেছিলেন ২৫বার। প্রায় দু’সপ্তাহ পরে ফের এভারেস্টে উঠতে যাচ্ছিলেন তিনি। এভারেস্টের ক্যাম্প তিন পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেই ফিরতে হল শেরপা কামি রিতাকে। ভগবানের স্বপ্নাদেশের ফলেই নতুন বিশ্ব রেকর্ড গড়তে পারলেন না কামি রিতা। ২৬বার এভারেস্ট জয় থেকে বঞ্চিত থাকলেন তিনি। 

কামি রিতা জানিয়েছেন, ‘সামিটে ওঠার একদিন আগে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেটাকে আমি গুরুত্ব না দিয়েই ক্যাম্প তিন পর্যন্ত পৌঁছে যাই। তারপর দেখি আবহাওয়া খারাপ হচ্ছে, যা আমাদের পক্ষে যাচ্ছেনা। এরপরেই আমি নিজের ২৬তম এভারেস্ট জয়ের ইচ্ছা আপাতত বাতিল করি। আমার মনে হল পাহাড়়ের ভগবান আমায় এবারের শৃঙ্গ জয় করতে নিষেধ করছেন, তিনি আমায় আদেশ দিচ্ছেন। আমি আমার ভগবানের আদেশ মেনেছি এবং সেখান থেকে ফিরে এসেছি।’

বর্তমানে শেরপা কামি রিতার বয়স হল ৫১ বছর। পরের বছর ৫২তে পা দেবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ৫২ বছরে আবার নিজের রেকর্ড নিজে ভেঙে বিশ্ব নতুন দৃষ্টান্ত তৈরি করবেন কামি রিতা। তিনি আরও জানিয়েছেন, ‘আমার মনে হল ভগবান চাননা আমি এই বছর আর এভারেস্টের শৃঙ্গে উঠি। ভগবানের বার্তা পাওয়ার পরে আমি কাঠমান্ডুতে ফিরে আসি। আমি আবার পরের বছর নিজের স্বপ্নপূরণ করার চেষ্টা করব।’

২০১৯ সালে দু’দিন এভারেস্টে উঠতে পেরেছিলেন কামি রিতা শেরপা। ২০১৯ সালে ১৫ই মে এভারেস্টে ওঠার পরে সেই বছরের ২১শে মে ফের এভারেস্টে ওঠেন তিনি। সেই বারই ২৪বার এভারেস্টে ওঠার নতুন রেকর্ড তৈরি করেছিলেন কামি।  এবারও ভেবেছিলেন একই মাসে দু’বার এভারেস্টে উঠবেন। কিন্তু পাহাড়ের ভগবানের আদেশ, তাই নিজের সেই লক্ষ্য আপাতত পূরণ করতে পারলেননা তিনি।  

কামি রিতা ১৯৯৪ সালের ১৩ই মে প্রথমবার এবারেস্টের শৃঙ্গে উঠেছিলেন। ১৯৯৪ সাল থেকে ২০২১ সালের ৭ই মে পর্যন্ত তিনি মোট ২৫বার এভারেস্টের শৃঙ্গ স্পর্শ করেছিলেন। এবার খারাপ আবহাওয়া ও ভগবানের আদেশের জন্য নতুন রেকর্ড গড়তে পারলেননা তিনি।

কয়েকদিন আগেই চলতি মাসের ৭ তারিখ নিজের রেকর্ড নিজেই ভেঙে ছিলেন পর্বতারহী কামি রিতা। এভারেস্ট জয় করেছিলেন ২৫বার। প্রায় দু’সপ্তাহ পরে ফের এভারেস্টে উঠতে যাচ্ছিলেন তিনি। এভারেস্টের ক্যাম্প তিন পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেই ফিরতে হল শেরপা কামি রিতাকে। ভগবানের স্বপ্নাদেশের ফলেই নতুন বিশ্ব রেকর্ড গড়তে পারলেন না কামি রিতা। ২৬বার এভারেস্ট জয় থেকে বঞ্চিত থাকলেন তিনি। 

কামি রিতা জানিয়েছেন, ‘সামিটে ওঠার একদিন আগে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেটাকে আমি গুরুত্ব না দিয়েই ক্যাম্প তিন পর্যন্ত পৌঁছে যাই। তারপর দেখি আবহাওয়া খারাপ হচ্ছে, যা আমাদের পক্ষে যাচ্ছেনা। এরপরেই আমি নিজের ২৬তম এভারেস্ট জয়ের ইচ্ছা আপাতত বাতিল করি। আমার মনে হল পাহাড়়ের ভগবান আমায় এবারের শৃঙ্গ জয় করতে নিষেধ করছেন, তিনি আমায় আদেশ দিচ্ছেন। আমি আমার ভগবানের আদেশ মেনেছি এবং সেখান থেকে ফিরে এসেছি।’

বর্তমানে শেরপা কামি রিতার বয়স হল ৫১ বছর। পরের বছর ৫২তে পা দেবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ৫২ বছরে আবার নিজের রেকর্ড নিজে ভেঙে বিশ্ব নতুন দৃষ্টান্ত তৈরি করবেন কামি রিতা। তিনি আরও জানিয়েছেন, ‘আমার মনে হল ভগবান চাননা আমি এই বছর আর এভারেস্টের শৃঙ্গে উঠি। ভগবানের বার্তা পাওয়ার পরে আমি কাঠমান্ডুতে ফিরে আসি। আমি আবার পরের বছর নিজের স্বপ্নপূরণ করার চেষ্টা করব।’

২০১৯ সালে দু’দিন এভারেস্টে উঠতে পেরেছিলেন কামি রিতা শেরপা। ২০১৯ সালে ১৫ই মে এভারেস্টে ওঠার পরে সেই বছরের ২১শে মে ফের এভারেস্টে ওঠেন তিনি। সেই বারই ২৪বার এভারেস্টে ওঠার নতুন রেকর্ড তৈরি করেছিলেন কামি।  এবারও ভেবেছিলেন একই মাসে দু’বার এভারেস্টে উঠবেন। কিন্তু পাহাড়ের ভগবানের আদেশ, তাই নিজের সেই লক্ষ্য আপাতত পূরণ করতে পারলেননা তিনি।  

কামি রিতা ১৯৯৪ সালের ১৩ই মে প্রথমবার এবারেস্টের শৃঙ্গে উঠেছিলেন। ১৯৯৪ সাল থেকে ২০২১ সালের ৭ই মে পর্যন্ত তিনি মোট ২৫বার এভারেস্টের শৃঙ্গ স্পর্শ করেছিলেন। এবার খারাপ আবহাওয়া ও ভগবানের আদেশের জন্য নতুন রেকর্ড গড়তে পারলেননা তিনি।

বন্ধ করুন