নিজে টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল। বিশ্বকাপের পর রীতিমতো সেনা বাহিনীতে থেকে ট্রেনিং নিয়েছেন। প্রহরায় ছিলেন কাশ্মীরে। ভারতীয় সেনার প্রতি ধোনির অনুরাগের হদিশ মিলেছে তাঁর উইকেটকিপিং গ্লাভসে বলিদান স্মারকেই, যা নিয়ে আপত্তি তোলে আইসিসি।
একজন ক্রিকেটার হিসেবে তো বটেই, একজন সেনা জওয়ানের দৃষ্টিকোণ থেকে রাফাল যুদ্ধবিমানের ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন মহেন্দ্র সিং ধোনি। তিনি সোশ্যাল মিডিয়ায় আশা প্রকাশ করেন যে, পরিষেবার নিরিখে রাফল যুদ্ধবিমান মিরাজ ২০০০-কে টেক্কা দেবে।
যদিও ধোনির প্রিয় যুদ্ধবিমানের তকমা মেলেনি রাফালের। সোশ্যাল মিডিয়াতেই মাহি জানান তাঁর পছন্দের যুদ্ধবিমান কোনটি। ধোনির নিজের ফেভারিট যুদ্ধবিমান হিসেবে বেছে নিয়েছেন সুখোই Su30MKI-কে।
বৃহস্পতিবার আম্বালা বায়ুঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে (যা গোল্ডেন অ্যারোজ নামে পরিচিত) অন্তর্ভুক্ত হল পাঁচটি রাফাল যুদ্ধবিমান। জলকামান স্যালুটের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় স্বাগত জানানো হয় রাফাল যুদ্ধবিমানকে।
তার পরেই ধোনি টুইট করেন, 'আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির পর বিশ্বের সেরা লড়াইয়ে পরীক্ষিত ৪.৫ জেন যুদ্ধবিমান পেল বিশ্বের শ্রেষ্ঠ ফাইটার পাইলটদের। গৌরবোজ্জ্বল ১৭ স্কোয়াড্রন (গোল্ডেন অ্যারোজ)-কে শুভেচ্ছা। আশা করি রাফাল যুদ্ধবিমান পরিষেবার নিরিখে মিরাজ ২০০০-কে টেক্কা দেবে। তবে আমার ফেভারিট যুদ্ধবিমান এখনও Su30MKI।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।